আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ট্রাকচালক বাবার পাশে বসা ছেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে। এ সময় মারাত্মক আহত হন পিতা মশিউর রহমানও।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহাসড়কের ছয়ঘড়িয়া বাজার এলাকায় ঢাকামুখী থামানো ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ইসরাফিল। আহতাবস্থায় ট্রাকটিতে আটকে যান চালক মশিউর রহমান।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহত ট্রাকচালককে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার অনয় কুমার ঘোষ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে থামানো ট্রাকের পেছনে ধাক্কা লাগার কারণে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে হেলপার ছেলের। আর মারাত্মক আহতাবস্থায় আটকে থাকেন চালক বাবা। আমরা হতাহত দুইজনকেই উদ্ধার করি। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি এবং আহত চালককে হাসপাতালে পৌঁছে দেই।
এমডব্লিউ/