মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

প্রাচীন বাড়ির দেয়ালে শিল্পীর ছোঁয়ায় ইসলামী সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের দক্ষিণপূর্ব অঞ্চলের আল আহসায় একটি প্রাচীন ঘরের দেয়ালে স্থানীয় শিল্প ও সংস্কৃতি ফুটে উঠেছে। স্থানীয় শিল্প প্রাচীন বাড়িটিকে করে তুলেছে অন্যন্য।

আল আহসার আল নাআশাল এলাকায় অবস্থিত প্রাচীন বাড়িটির কারুকার্যের বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্থানীয় পর্যটন গাইড আবদুল আজিজ আল উমির। তিনি বলেন, অনেক পুরোনো হওয়া সত্ত্বেও বাড়িটির মধ্যে বিভিন্ন ধরণের ১০০টিরও বেশি কারুকার্য অবশিষ্ট রয়েছে। তাতে স্থানীয় শিল্প ফুটে উঠেছে।

আল আহসার সংস্কৃতিক প্রতীকগুলোর সজ্জা ও সৃজনশীলতা বাড়ির দেয়ালকে আরও প্রাণবন্ত করেছে। যা শিল্পের প্রতি স্থানীয়দের ভালোবাসা প্রমান করে। দেয়ালে বানানো নকশার ধরণ ও প্রকার ভিন্ন ভিন্ন। যা অত্যন্ত পরিশ্রম ও দক্ষতার সাথে বানানো হয়েছে। এই নকশার মধ্যে মাছ, গোলাপ, টেইন, তারা, খেজুর গাছ,  হারিক্যান রয়েছে।

প্রাচীন এই বাড়িটি ৩৫০ বর্গমিটার জায়গায় বানানো হয়েছে। এর মালিক মুহাম্মদ বিন আবদুল্লাহ শায়বি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ