শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

মরক্কো থেকে ইসরায়েলি দূত বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে উত্তর আফ্রিকার আরব দেশ মরক্কোতে চলছে ইসরায়েল বিরোধী প্রচারণা ও বিক্ষোভ। এর অংশ হিসেবেই দাবি উঠেছে রাবাতে অবস্থিত ইসরায়েলের লেইজনের প্রধান ডেভিড গোভরিনকে মরক্কো থেকে বহিষ্কারের।

আরবিতে 'দখলদার শক্তির প্রতিনিধিকে বহিষ্কার করো' (#اطردوا_ممثل_الكيان_المحتل) হ্যাশট্যাগে সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মেই মরক্কো থেকে ইসরায়েলি দূতকে বহিষ্কারের জোর প্রচারণা চলছে। ফিলিস্তিনিদের সাথে সংহতিতে অনেকেই নিজেদের প্রোফাইল পিকচারে নিজেদের ছবির পরিবর্তে ফিলিস্তিনি পতাকা, মানচিত্র বা ডোম অব রকের ছবি আপলোড করছেন।

মরক্কোর সাংবাদিক হাসান আল-ইউসুফি তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, 'রাজধানী রাবাতের বাসিন্দারা তাদের মাঝে বাস করা করা ইসরায়েলি লিজিয়ন অফিসের প্রধান ডেভিড গোভরিনকে মানতে অস্বীকার করেছেন।'

অপরদিকে অ্যাক্টিভিস্ট রাশিদ বিরম তার ফেসবুক পোস্টে বলেন, 'দখলদারদের প্রতিনিধিকে মরক্কোয় বরণ করা হচ্ছে না। আমাদের ডিজিটাল প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে অন্তত আমরা ফিলিস্তিন, জেরুসালেম ও মসজিদুল আকসায় আমাদের জনগণকে সমর্থন জানাতে পারি। জায়নবাদিদের আবর্জনা থেকে মরক্কোকে মুক্ত করা না পর্যন্ত আমাদের এতে অংশগ্রহণ জরুরি।'

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বছরের পর বছর চালানো অপরাধ ও অনাচারের চিত্র ও ভিডিও শেয়ার করেন। এতে অনেকেই লেখেন, 'কিছুই পরিবর্তিত হয়নি এবং পরিবর্তন হবে না যতক্ষণ না আমরা দায়ীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবো।'

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইসরায়েলি দূতের মরক্কোয় সফর করা স্থানে গিয়ে তা পরিষ্কার করেন।

মরক্কোর সংবাদমাধ্যমের সূত্রানুসারে, রাবাতে ইসরায়েলি কূটনীতিক লেইজনের উদ্বোধন না হওয়ায় এখনো হোটেলেই থাকছেন দেশটিতে ইসরাইলের প্রধান কূটনীতিক ডেভিড গোভরিন।

গত ১০ ডিসেম্বর ইবরাহিমী চুক্তির আওতায় ইসরায়েল ও মরক্কোর মধ্যে স্বাভাবিক কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রণীত এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে কূটনীতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। পরে সুদান ও মরক্কো এই চুক্তিতে যোগ দেয়।

সূত্র : ফিলিস্তিনি সংবাদপত্রি

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ