সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ইউটিউবে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি অ্যানড্রয়েড ফোনে ভিডিও দেখার ক্ষেত্রে নতুন ফিচার যোগ করছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং অ্যাপ ‘ইউটিউব’। স্মার্টফোন গ্রাহকদের জন্য এরই মধ্যে দুটি নতুন ফিচারও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক এক রিপোর্টে অনুযায়ী, আপাতত অ্যানড্রয়েড ডিভাইসে পরীক্ষামূলকভাবে এই ফিচার শুরু হলেও কবে এই ফিচারগুলো গ্রাহকের স্মার্টফোনে পৌঁছবে তা জানা যায়নি।

প্রথম ফিচারে স্মার্টফোন থেকে যে কোনো ইউটিউব ভিডিও লুপে চালানো যাবে। এতদিন ডেক্সটপ ব্রাউজার থেকে এই ফিচার ব্যবহার করা গেলেও মোবাইল থেকে নির্দিষ্ট একটি ভিডিও লুপে চালানোর কোনো সুবিধা ছিল না। নতুন এই ফিচার অ্যানড্রয়েড ফোনে পৌঁছলে ভিডিও স্ক্রিনের ডান দিকে উপরে থ্রি ডট মেনু থেকে এই ফিচার ব্যবহার করা যাবে।

এছাড়া দ্বিতীয় ফিচারে গ্রাহক যে কোনো ইউটিউব ভিডিও কে ৬০ সেকেন্ড পর্যন্ত কেটে পৃথক সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। এ জন্য ইউটিউব ইন্টারফেসে একটি কাঁচি আইকন হাজির হবে। এই অপশন দেখা গেলে তবেই এই ফিচার ব্যবহার করা যাবে।

সম্প্রতি ইউটিউবের ভিডিও কোয়ালিটি সেটিংস ঢেলে সাজিয়েছে গুগল। আগে ভিডিও সাইজের উপরে নির্ভর করে ভিডিও কোয়ালিটি সেট করা গেলেও এখন মূলত চারটি অপশন দেখা যাচ্ছে। এগুলো হলো অটো, হাইয়ার পিকচার কোয়ালিটি, ডেটা সেভার ও অ্যাডভান্সড। অ্যাডভান্সড সেটিংসের ভেতরে গিয়ে তবেই ভিডিও সাইজ অনুযায়ী কোয়ালিটি সেট করা যাবে।

এদিকে অটো সিলেক্ট করলে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে নির্ভর করে নিজে থেকে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করবে ইউটিউব। ডেটা সেভারে মূলক কম রেজোলিউশনে ভিডিও প্লে করবে ইউটিউব অ্যাপ। অন্যদিকে হাই কোয়ালিটিতে থাকছে তুলনামূলক ভালো কোয়ালিটি। যদিও এই সেটিংসে তুলনামূলক বেশি ডেটা খরচ হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ