আওয়ার ইসলাম ডেস্ক: সাফল্যের ১৭তম বছরে পদার্পন করেছে মোহাম্মদপুর শেখেরটেকের আল-জামিআতুল কাসিমিয়া ঢাকা। একঝাঁক নবীন-প্রবীন মেহনতি শিক্ষক দ্বারা পরিচালিত মাদরাসাটি অত্যন্ত সুনামের সাথে শিক্ষাদান করে আসছে। শিশুদের শিখাচ্ছে ইলমে দীন। ছড়াচ্ছে জ্ঞানের আলো। মাদরাসাটি জামিআ রাহমানিয়ার সাবেক শায়খুল হাদীস ও বহু গ্রন্থের লেখক মাওলানা নোমান আহমদ রহ. এর প্রতিষ্ঠিত।
এ মাদরাসার সকল বিভাগে ছাত্র ভর্তি চলছে। কোটা পূরণ পর্যন্ত ভর্তি চলবে বলে জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি কায়েস মাহমুদ।
মাদরাসার বিভাগ ও বৈশিষ্টাবলী:
এক. মাদানী নেসাব (১ম বর্ষ-৫ম বর্ষ পর্যন্ত)। ছাত্রদেরকে উস্তাদদের নেগরানীতে তামরীনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। আরবী কথোপকথন, লিখন, পঠন ও শ্রবণের মাধ্যমে যোগ্যতা অর্জনের চেষ্টা করা হয়। মাসিক পরীক্ষার মাধ্যমে পড়াশোনার মান যাচাই করা হয়।
দুই. আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ। সুন্দর ও মানসম্পন্ন তেলাওয়াতের জন্য নিয়মিত মাশকের ব্যবস্থা রয়েছে এ প্রতিষ্ঠানে। এছাড়া রয়েছে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব।
তিন. মানসম্মত নাজেরা বিভাগ। তাজবিদসহ আরবী লাহানে ছাত্রদের মাশক করানো হয়।
চার. আদর্শ নূরানী কিন্ডারগার্টেন বিভাগ। কোমলমতি বাচ্চাদের দুই বছরে আরবি অক্ষরজ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত ও প্রাথমিক বাংলা, অংক ও ইংরেজি পাঠদান করানো হয়।
মাদরাসার কতৃপক্ষ জানান, ভর্তির সময় অভিভাবকের উপস্থিতি আবশ্যক। অসচ্ছলতা ও অপারগতার ক্ষেত্রে মেধাবী ও মেহনতী ছাত্রদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ফোনে ভর্তির সুযোগ আছে।
ভর্তি ও সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করুন: ০১৭১২২২২৩৬৮ (নগদ), ০১৯২৪৭৮৮৯০৮ (বিকাশ)
যাতায়াত: মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বা শ্যামলী নেমে রিকশায় শেখেরটেক ৭ নাম্বার রোডে আহসান উল্লাহ মসজিদের কয়েকটি বাড়ীর পূর্বে আল জামিআতুল কাসিমিয়া।
-এএ