শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

রকমারির বুক রিভিউ প্রতিযোগিতা, জিতে নিন ২০ হাজার টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘বুক রিভিউ’ প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের জনপ্রিয় অনলাইন বুকশপ ‘রকমারি ডটকম’। ২০২১ সালে প্রকাশিত বই নিয়ে রকমারি ডটকমের এ আয়োজন। থ্রিলার, রহস্য, রোমান্টিক, রম্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রুপকথা, বায়োগ্রাফি শিক্ষামূলক, ভ্রমণ, ইসলামিক, ইতিহাসসহ যেকোন ধরণের বইয়ের রিভিউ করা যাবে।

ভিডিও ও লিখিত উভয় ভাবেই রিভিউ জমা দেয়া যাবে। আগামী ১৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত রিভিউ জমা দেয়া যাবে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে ৭ জুলাই (বুধবার)। বিজয়ী সকলের জন্য থাকবে রকমারি বুক ক্লাবের পক্ষ থেকে ২০ হাজার টাকার বই।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নিয়ে কিছু কথা

এক. প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রকমারি ডট কমে থাকা ২০২১ বইমেলায় প্রকাশিত যেকোন বইয়ের উপর রিভিউ করা যাবে। প্রকাশিত বইয়ের নাম গুলো (https://www.rokomari.com/boimela)

দুই. রিভিউ লেখার ক্ষেত্রে ন্যূনতম শব্দ সংখ্যা ৩০০ হতে হবে। ভিডিও রিভিউ করার ক্ষেত্রে সর্বনিম্ন ২ মিনিটের হতে হবে।

তিন. লিখিত রিভিউ লেখার ক্ষেত্রে দু’টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে রকমারির সাইটে থাকা বইয়ের নিচে রিভিউ সেকশনে রিভিউটা সাবমিট করতে হবে এবং দ্বিতীয় ধাপে রকমারি বুক ক্লাবের গ্রুপে পোস্ট করতে হবে।

চার. লিখিত এবং ভিডিও রিভিউ দুটোই পোস্ট করতে হবে Rokomari Book Club এর পাবলিক গ্রুপে। গ্রুপের লিংক https://www.facebook.com/groups/3267282149975676

পাঁচ. রিভিউ পোস্ট করার সময় অবশ্যই শুরুতে নিজের নাম, বইয়ের নাম এবং #Rokomari_Book_Club_Review_Competition লিখতে হবে।

ছয়. ভিডিও রিভিউের ক্ষেত্রে ক্যামেরার রেজুলেশন কিংবা ভিডিওর টেকনিক্যাল কোয়ালিটিকে গন্য করা হবে না।

সাত. রিভিউ লেখা শেষে রিভিউটা অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।

আট. রিভিউটা পূর্বে কোথাও প্রকাশিত থাকা যাবে না।

নয়. একজন পাঠক যতখুশি তত বইয়ের রিভিউ লিখতে কিংবা ভিডিও রিভিউ করতে পারবেন।

দশ. রিভিউ প্রতিযোগিতা শেষে যাচাই বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এগারো. রিভিউ কপির অভিযোগ পেলে কিংবা বইয়ের সাথে সম্পৃক্ততা না পেলে বাতিল করা হবে। এব্যাপারে রকমারি বুক ক্লাবের সিদ্ধান্তই গৃহীত হবে।

বারো. এই প্রতিযোগিতায় প্রাপ্ত সকল রিভিউ রকমারি ডটকম বইয়ের প্রোমোশনের জন্য ব্যবহার করার এখতিয়ার রাখে।

তেরো. রিভিউ এর মাধ্যমে দেশ, সমাজ, ধর্মদ্রোহী কোন কিছু প্রকাশ পেলে তা বাতিল করা হবে এবং রিভিউকারীকে ব্যান করা হবে।

পুরস্কার: ১. দুইটি ক্যাটাগরি থেকে সেরা ৫ জন কে দেয়া হবে ক্রেস্ট।
২. সেরা ২০ জন কে দেয়া হবে সার্টিফিকেট এবং উপহার হিসেবে দেয়া হবে বই।
৩. সর্বোচ্চ রিভিউদাতা কে দেয়া হবে একটি বিশেষ পুরস্কার। অবশ্যই বিচারকদের চোখে তা হতে হবে মানসম্মত।
৪. সেরা ২০ জন কে নিয়ে অনুষ্ঠিত হবে ক্রিয়েটিভ রাইটিং এর উপর একটি কর্মশালা।
৫. বিজয়ী সকলের রিভিউগুলাে প্রকাশিত হবে রকমারি ব্লগে এবং রকমারির ইউটিউব চ্যানেলে।
৬. বিজয়ী সকলে বই নিয়ে রকমারি ব্লগ টিমে কাজ করার সুযােগ পাবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ