আওয়ার ইসলাম ডেস্ক: দুই হাজার সহকারী সার্জন নিয়োগের জন্য ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ৬ জুন থেকে শুরু হবে। ২৩ মে থেকে এই ভাইভা শুরু হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বিধি নিষেধের কারণে তা পিছিয়ে যায়।
আজ সোমবার (৩১শে মে) বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি। ভাইভা হবে ১০০ নম্বরের।
গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
-এটি