বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকারে ঘোষিত লকডাউনের মধ্যেও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্টস, দোকানপাট, গণপরিবহনসহ সবই চলছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আসা মিরপুর বাংলা কলেজের ৩য় বর্ষের নূরে জান্নাত নামে এক শিক্ষার্থী বলেন, আমরা যা জেনেছি যে শিক্ষাপ্রতিষ্ঠান আদৌ খুলবে কি না সন্দেহ, তাই আমরা আর আস্থা রাখতে পারছি না। ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেই পরিপ্রেক্ষিতে আমরা সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছি। আমাদের দাবি একটাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই।

এ সময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খোলার না হলে নীলক্ষেত মোড় অবরোধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ