বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুগদায় শিশু কিশোরদের জন্য নিরাপদ মকতব-হিফজ বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের সন্নিকটে অবস্থিত মুগদা থানার অন্যতম ‘জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা’। মুফতি হুমায়ুন আইয়ুবের পরিচালনায় নতুন ক্যাম্পাসে উন্নত পরিবেশে পরিচালিত হচ্ছে এ মাদরাসার নিয়মিত দরস। সরকারের স্বাস্থ্যবিধি মেনে ভর্তি চলছে এ মাদরাসার তিন বিভাগে। বিভাগ তিনটি হচ্ছে,

১। নূরানী বিভাগ। ২। নাজেরা বিভাগ ৩। হিফজুল কুরআন বিভাগ।

নূরানী বিভাগ: অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ ও নূরানী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের শিশু থেকেই দীনের যোগ্য করে গড়ে তোলা হয়।

নাজেরা বিভাগ: প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের পড়ানো হয়।

হিফজুল কুরআন বিভাগ: হুফফাজ প্রশিক্ষণপ্রাপ্ত ও সুন্দর লেহানে তেলাওয়াতে অভিজ্ঞ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে এ বিভাগের ছাত্রদের হাফেজে কুরআন হিসেবে গড়ে তোলা হয়।

No description available.

মাদরাসার ভর্তি বিষয়ে মুফতি হুমায়ুন আইয়ুব আওয়ার ইসলামকে জানান, ‘আমাদের মাদরাসায় কোমলমতি শিশুদের অত্যন্ত আদর, স্নেহ ও মায়া-মমতা দিয়ে পড়ানো হয়। আমরা ছাত্রদের নিজের সন্তানের মত মনে করি। তাই বাসায় থেকে যেভাবে বাবার আদর-স্নেহ পায় মাদরাসায় এসেও সে আদর-স্নেহে বেড়ে ওঠে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতির পড়াশোনা রয়েছে এ মাদরাসায়। শিশুদের অত্যন্ত আমানতদারীতার সাথে পাঠদান করানো হয় এখানে। মাদরাসায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত ও রুচিবর্ধক খাবার পরিবেশন করা হয়।’

এ মাদরাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে: ০১৭১৯৫৫৮২৪৭। 

ঠিকানা: জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা, ৫৮/৩১-৫ এম খান টাওয়ার, মদিনাবাগ (ওয়াসা রোড) উত্তর মুগদা, ঢাকা-১২১৪

যাতায়াত: কমলাপুর রেলস্টেশন বা সায়দাবাদ বাস স্টেশন মুগদা মদিনাবাগ (পাগলচাঁদ হোটেল সংলগ্ন)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ