শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মিরপুরে দেওবন্দী উস্তাদদের নেগরানীতে ইফতা ও আদব বিভাগে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ‘জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকা’। দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও আশরাফুল হেদায়ার মুসান্নিফ আল্লামা জামিল আহমদ রহ. এর নামে প্রতিষ্ঠিত ‘জামিয়া শায়খ জামিল আহমাদ ঢাকা’ মাদ্রাসা। প্রতিষ্ঠা করেছেন মাওলানা জামিল আহমাদ রহমাতুল্লাহ আলাইহির স্নেহভাজন ও খাস শাগরেদ ও উত্তর-পূর্ব ভারতের আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহ. এর খলীফা মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম।

মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম একজন সচেতন ও তরুণ আলেম। ভারতের দিল্লির এক মাদরাসার প্রধান মুফতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ উস্তাদ হিসেবে তার সুনাম আছে।

No description available.

মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে  দারুল উলুম দেওবন্দের সকল নিয়ম-নীতি মেনে ও দারুল উলুম দেওবন্দের উস্তদাদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশেষত দেওবন্দের নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক সাম্ভলী, দেওবন্দের উস্তাদুত তাফসীর মাওলানা নাসীম বারাবানকী, দেওবন্দের সাবেক নাজিমে তালীমাত মুফতী ইউসুফ তাওলভী, দেওবন্দের খতমে নবুওয়াত বিভাগের জিম্মাদরা মাওলানা শাহ আলম গওরখপুরী, ভারতের ফকীহুল আসর মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী।

জামিয়া শায়খ জামিল আহমাদ মাদরাসায় এ পর্যন্ত দেওবন্দসহ বিশ্বের অনেক বিখ্যাত আলেম তাশরীফ এনেছেন বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক মুফতি আবুল কাশেম মোহাম্মদ তাজুল ইসলাম। মাদরাসাটি প্রতিষ্ঠা করার পর থেকেই দেশে ব্যাপক সাড়া ফেলেছে। এ মাদ্রাসায় এবছর ভর্তি শুরু হবে আগামী ৯ শাওয়াল।

জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকায় (পলাশনগর, মিরপুর ১১ ঢাকা) ভর্তিচ্ছু ছাত্রদের উদ্দেশ্যে:

স্বাস্থবিধি মেনে পূর্বের নির্ধারিত তারিখ ৯ শাওয়াল, ২৩ মে শনিবার সকাল ১০ টা থেকে অফলাইন ও অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে।

*যে যে বিভাগে ভর্তি নেওয়া হবে
ইফতা (১বছর)
আদব (১বছর)
দাওয়াহ (১বছর)
মাদানী নেসাব (১ম বর্ষ)

এককালীন যা দিতে হবে :
ভর্তির ফি =৩০০০/=টাকা
ভর্তির ফরম = ১০০/=টাকা
আলমারী =৭০০/=টাকা

মাসিক যা দিতে হবে :
খুরাকী বাবদ =২৫০০/=টাকা

মাদরাসার বৈশিষ্ট্য:

*দারুল উলূম দেওবন্দের শিক্ষা কারিকুল্যামে দেশ-বিদেশের স্বনামধন্য উস্তাদের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতা, দোয়া ও সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত।

 

* দেওবন্দ, মারকাযুদ দাওয়াহ এর ফুযালাদের মাধ্যমে নিয়মিত দরস প্রদানের সু-ব্যবস্থা।
* ইলমী যোগ্যতার সাথে আদর্শবান, বা আমল একজন দরদী দাঈ হিসাবে গড়ে তোলার ফিকির করা।

* ইলমী বাহাস, মুনাজারা,মাকালা লেখা ও সহজ ভাষায় উপস্থাপনের প্রশিক্ষণ।
*আরবী কিতাব পড়া, কথা বলা, বোঝা ও সরাসরি আরবী কিতাব থেকে তথ্য সংগ্রহের যোগ্যতা অর্জন।

*দূর্লভ কিতাবের বৃহৎ কুতুবখানা।
*মেধাবী মেহনতী , দরিদ্র -অস্বচ্ছল ছাত্রদের জন্য বিশেষ বিবেচনার রয়েছে।

♦অফলাইন ভর্তির নিয়মাবলি :
১.স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসার অফিস থেকে ফরম সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২.সাথে নিজের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি/জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে।

♦অনলাইন ভর্তির নিয়মাবলি :
১.যারা সরাসরি মাদ্রাসায় আসতে সক্ষম নয়, তাদের জন্য নিম্মে দেয়া হোয়াটসএ্যাপ নাম্বারে নিজের পূর্ণ নাম, ঠিকানা ও তাকমিলের রেজাল্ট (যদি তাকমিলের রেজাল্ট না আসে তবে ফজিলতের রেজাল্ট) এবং ছবি পাঠাতে হবে।
২.মাদ্রাসা অফিস কর্তৃক নির্ধারিত সময়ে জুম অথবা গুগল মিটের মাধ্যমে অনলাইন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৩.ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রগণ বিকাশ,নগদ বা রকেটে (খরচ সহ) ভর্তির পূর্ণ টাকা (৩০০০ টাকা মাত্র) পাঠিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।

সবক উদ্বোধন: ২২ শাওয়াল এর মধ্যেই জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকার ধারাবাহিক সবক উদ্বোধন হবে। যদি মাদরাসা খোলা না হয় তাহলে গত বছরের ন্যায় এ বছরও যথারীতি অনলাইনে ক্লাস চলবে ইনশাআল্লাহ।

বিনীত: মুফতি আবুল কাসেম মুহাম্মাদ তাজুল ইসলাম
মুহতামিম, জামিয়া শায়খ জামিল আহমদ ঢাকা।
যোগাযোগঃ 01976919780(Whatsapp)

তথ্য জানতে : 01929123746, 01921088463, 01860507653, 01784366476

অনলাইন ভর্তির জন্য মাদরাসার ফেইসবুক পেইজ: https://www.facebook.com/jamiashaikhjamlahmd/

যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০/১১/১৩/কালশী এসে রিক্সা যোগে পলাশনগর নতুন মসজিদ এর উত্তর পার্শ্বে।

বি. দ্র. মাদরাসাটি আগে রাজধানীর মধ্যবাড্ডার আদর্শনগর এলাকায় ছিলো। এবছর পলাশনগর, মিরপুর ১১ ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ