শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মাদরাসাতুল মাআরিফ ঢাকায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলের নিউটাউন আবাসিক এলাকায় অবস্থিত মাদরাসাতুল মাআরিফ ঢাকায় ভর্তি চলছে।

এ মাদরাসায় রয়েছে যুগপযোগী বিভাগসমূহ। কিতাব বিভাগ: (মাদানী নেসাব ও দরসে নিজামীর সমন্বয়ে)

১ম বর্ষ: ইবতেদায়ী ও মিজান।
দ্বিতীয় বর্ষ: নাহভেমীর ও হেদায়াতুন্নাহু।
তৃতীয় বর্ষ: কাফিয়া ও শরহে জামী।

পাশাপাশি মেধাবী আগ্রহীদের জন্য ইংলিশ মিডিয়ামে ‘ও লেভেল’ পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে।

মাদরাসায় আরও রয়েছে, ১ বছর মেয়াদী আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এ বিভাগের পরিচালনা করছেন মাওলানা সাইফুল ইসলাম মা’আরিফী। তিনি এর আগে যাত্রাবাড়ি বড় মাদরাসায় আদব বিভাগের প্রধান ছিলেন। মকতব ও নাজেরা বিভাগ। দ্বীনিয়াত একাডেমি বিভাগ: (শিশু-কিশোর ও যুবক-বয়স্ক সবার জন্য কোরআন ও মৌলিক দ্বীন শিক্ষার ব্যবস্থা রয়েছে এ বিভাগে)

মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন: দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ।

মাদরাসা সম্পর্কে দ্বীনিয়াত একাডেমী বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ বলেন, ‘আমাদের মাদরাসায় ছাত্রদের অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষমকণ্ডলী দ্বারা পাঠদান করানো হয়। আমরা সব সময় ছাত্রদের যোগ্য ও আদর্শ তালিবুল ইলম হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।’

যাতায়াত: যাত্রাবাড়ী টু চিটাগাং রোডে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা হতে রিক্সাযোগে নিউটাউন আবাসিক এলাকা (আন নূর কালচারাল সেন্টার)। যোগাযোগ নাম্বার: ০১৯১৮-৬৭১৭৫৬, ০১৮১৬-৭৩২৬০৩


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ