শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

দেশে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা কয়েক মাসে সর্বনিম্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ৫৫ দিনের তুলনায় মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ মৃতের সংখ্যা ২২ জন ছিল। যা পরবর্তী দিনগুলোয় ক্রমেই বাড়তে থাকে।

এছাড়া নতুন করে আরও ২৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন- যা গত এক বছরের তুলনায় সর্বনিম্ন। মোট ৩৭৫৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জন পজিটিভ শনাক্ত হন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৭৯ হাজার ৭৯৬ জন। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২ হাজার ১২৪ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা আগের চাইতে অনেকটা নেমে এসেছে। আবার নমুনা পরীক্ষা স্বাপেক্ষে শনাক্তের হারও কমেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৬.৯৫%। বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

উল্লেখ্য, গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ১৮মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ