শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


ফজিলত মারহালার মহিলা শাখায় প্রথম হয়েছে যশােরের মারজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে ফজিলত মারহালার মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে যশাের জেলার জামিয়া নিয়ামাতিয়া মহিলা মাদরাসার মারজান। তার মোট প্রাপ্ত নম্বর ৬৫১। আর পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার ছাত্র আবদুল আজীজ। তার মোট প্রাপ্ত নম্বর ৭৭৫।

আজ সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচাল মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী প্রমূখ।

নিজ মাদরাসার ছাত্রী প্রথম স্থান অধিকার করায় শুকরিয়া প্রকাশ করেছেন জামিয়া নিয়ামাতিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান।

তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের অনেক মেহনত করে পড়িয়েছি। ফলাফল প্রকাশ পাওয়ার পর আমরা আমাদের মেহনতের ফল পেয়েছি। এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

আরো কোনো শিক্ষার্থী বেফাকের মেধা তালিকায় স্থা পেয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘অনলাইনে যেহেতু এখনো ফলাফল প্রকাশ পায়নি। তাই আমরা আর কিছু জানতে পারিনি।’

এছাড়া ফজিলত মারহালার মহিলা শাখায় ২য় স্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার আল জামেয়াতু তায়্যিবা রা. মহিলা মাদরাসার নুর জাহান আক্তার সাঈদা। প্রাপ্ত নম্বর ৭৪৬। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হলাে, ঢাকা জেলার ফাতেমাতুজ জুহরা রা. মহিলা মােহাম্মদপুর মাদরাসার জুয়াইরিয়া সারা। প্রাপ্ত নম্বর ৬৪৩। অন্য জন নারায়নগঞ্জ জেলার বাইতুল ফালাহ মহিলা মাদরাসার মােসাম্মৎ মারজিয়া আক্তার রিসা, প্রাপ্ত নম্বর ৬৪৩।

আর ফজিলত মারহালার পুরুষ শাখায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন তারা হলো, নারায়নগঞ্জ জেলার দারুল উলুম, মাদানীনগর মাদরাসার আতিকুল ইসলাম আল ফাহিম, প্রাপ্ত নম্বর ৭৫৯। মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসার মাে. ইয়াকুব আলী, তার নম্বর ৭৫৯ এবং ঢাকা জেলার জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার খালিদ মুহিউদ্দিন, প্রাপ্ত নম্বর ৭৫৯।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হলাে, ঢাকা জেলার- জমিয়াতু ইব্রাহিম, সাইনবাের্ড মাদরাসার মাে. মাহমুদুল হাসান ফেরদৌস, প্রাপ্ত নম্বর ৭৫৫। অন্যজন ঢাকা জেলার বাইতুল উলুম, ঢালকানগর মাদরাসার গােলাম মোস্তফা, প্রাপ্ত নম্বর, ৭৫৫।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ