সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

ঐতিহ্যবাহী আবুলের লুঙ্গিতে আলেম ও দ্বীনদার উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের লুঙ্গি জগতের এক ঐতিহ্যবাহী নাম ‘আবুল এর লুঙ্গি’। লুঙ্গির কালার যেমন উন্নত। মান তেমনি কোয়ালিটি সম্পন্ন। দেশের ঐতিহ্যবাহী এ ‘আবুল এর লুঙ্গি’তে সাধারণ আলেম-ওলামা ও দীনি উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড় চালুর ঘোষণা দিয়েছে। পড়তে আরাম ও দেখতে সুন্দর লুঙ্গিগুলো এতোমধ্যে দেশব্যাপী বেশ ভালো সাড়া ফেলেছে। উন্নত কোয়ালিটি ও চমকপ্রদ আরামদায়ক লুঙ্গিতে সুনাম কুড়িয়েছেন তারা।

আবুলের লুঙ্গির কোয়ালিটি সম্পর্কে আবুল এর মালিক ও প্রোপাইটর জজ মিয়া বলছিলেন, আমাদের লুঙ্গিগুলো নিজস্ব কারখানায় তৈরি করা। কেউ যদি উন্নত মানসম্পন্ন লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান। অথবা পাইকারি সরাসরি কারখানা থেকে মাল নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। তিনি জানান, যারা দীনি উদ্যোক্তা ও আলেম-ওলামা আছেন তাদেরকে আমরা বিশেষ ছাড়ে আমাদের লুঙ্গিরগুলো দিয়ে থাকি।

এদিকে নতুন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে আবুলের মালিক জনাব জজ বলছিলেন, কেহ যদি তাদের ব্যবসা নতুন করে শুরু করতে চান। তাহলে আমরা তাদেরকে অনেক বেশি হেল্প করে থাকি এবং তাদেরকে যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা তাদের করে থাকি।

আবুল এর লুঙ্গির নিজস্ব বিক্রয়কেন্দ্র রয়েছে গাউছিয়া মার্কেট-১ (নীচ তলা)। দোকান নং ১৬৩, ১৬৪। গলি নাম্বার ১১। শেখেরচর, বাবুরহাট, নরসিংদী। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন-01711114391

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ