শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

করোনায় রমজান: দেশে দেশে তারাবি আদায়ের মনোত্তীর্ণ কিছু স্থিরচিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওলিউর রহমান।।

তারাবি রমযানের অন্যতম বিশেষ আমল। রোযার ক্লান্তি এবং সারাদিনের নানাবিধ ব্যস্ততা শেষে যখন তারাবিতে মহান রাব্বুল আলামিনের কালামে পাকের তিলাওয়াত শোনা হয় মনপ্রাণ জুড়িয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাযের নিয়মিত মুসল্লি ছাড়াও যারা কেবল রমযান উপলক্ষেই নামায শুরু করেন তারাও সাধারণত তারাবির জামাত 'তরক' করতে চায় ন। মসজিদগুলোতে থাকে উপচে পড়া ভিড়।

করোনা প্যান্ডামিকের মধ্যেই দ্বিতীয়বারের মতো শুরু হল কুরআন নাযিলের মাস রমযান। মসজিদে মসজিদে শুরু হল তারাবি, তিলাওয়াত। করোনা মহামারির ভয়াবহতা এবং আকস্মিকতায় গত বছর প্রায় সারাবিশ্বে তারাবি আদায়ে সীমাবদ্ধতা এবং কড়াকড়ি আরোপ করা হয়েছিল। করোনার প্রকোপ এবারও পুরোপুরি কমে যায়নি। তবে পারস্পরিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পালনের শর্তে এবছর মুসলিম বিশ্বের সর্বত্রই আড়ম্বড় আয়োজনে তারাবির জামাত অনুষ্ঠিত হচ্ছে। এমনকি অস্ট্রলিয়া, জাপান এবং সাউথ আফ্রিকার মুসলমানরাও স্বাস্থ্যবিধি পালনের শর্তে বাধাহীন তারাবির নামায আদায় করতে পারছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো করোনা প্যান্ডামিকের মধ্যেই দেশে দেশে স্বাস্থ্যবিধি মেনে জনসমাগম এবং আড়ম্বর আয়োজনে তারাবীর নামায অনুষ্ঠিত হওয়ার চিত্র ধারণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, ফরাসি বার্তা সংস্থা এএফপি, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার সূত্রে কিছু ছবি প্রকাশ করা হল-

[caption id="attachment_215871" align="alignnone" width="500"] মসজিদে নববীতে তারাবি আদায়ের দৃশ্য।[/caption]

[caption id="attachment_215872" align="alignnone" width="500"] কুয়ালালামপুর, মালয়েশিয়া।[/caption]

[caption id="attachment_215873" align="alignnone" width="500"] জাকার্তা। ইন্দোনেশিয়া।[/caption]

[caption id="attachment_215874" align="alignnone" width="500"] কেপটাউন। সাউথ আফ্রিকা।[/caption]

[caption id="attachment_215875" align="alignnone" width="500"] টোকিও। জাপান।[/caption]

[caption id="attachment_215883" align="alignnone" width="500"] সিডনি। অস্ট্রেলিয়া।
[/caption]

[caption id="attachment_215885" align="alignnone" width="500"] কায়রো। মিশর।
[/caption]

[caption id="attachment_215887" align="alignnone" width="500"] পেশোয়ার। পাকিস্তান।
রাতে তারাবিতে মসজিদ ভরে মুসল্লিদের কাতার পৌঁছে যাবে আঙ্গিণাতেও। তাই পরিস্কার করা হচ্ছে আগেভাগেই।[/caption]

[caption id="attachment_215888" align="alignnone" width="500"] সানা। ইয়ামেন।
যুদ্ধ বিদ্ধস্ত শহর। তাতে কী! তারাবির তিলাওয়াত তো অবশ্যই শুনতে হবে।[/caption]

[caption id="attachment_215889" align="alignnone" width="500"] মাজার ই শরীফ। আফগানিস্তান।
[/caption]

[caption id="attachment_215890" align="alignnone" width="500"] শহিদ কবরস্থান। কায়সেরি। তুরস্ক।
প্যান্ডামিকের কারণে তুরস্কে এবছর মসজিদে তারাবীর জামাত হচ্ছে না। তবে তারাবীর তিলাওয়াত তো শুনতেই হবে। তাই লোকজন খোলা মাঠেই জামাত সেরে নিচ্ছেন।[/caption]

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ