শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

গরমে যেসব বাড়তি খাবার পরিহার করা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

ধীরে ধীরে গরম বাড়তে শুরু করেছে। অসহনীয় এই গরমে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই খাবার দাবারেও বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এমনিতেও নানা রোগের মৌসুম যেন গরম। সারাদিন বাহিরে ছুটাছুটি করার পর শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। আমাদের উচিত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা। এই গরমে যে খাবার গুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা জেনে নেওয়া যাক-

প্রথমত ফাস্টফুড পরিহার করা:

গরমের সময় মাংসের তৈরি বার্গার, কাবাব,সিঙ্গারা,ভাজাপোড়া, ফ্রাইসহ তৈলাক্ত ফাস্টফুড জাতীয় সব ধরনের খাবার পরিহার করলে আপনি শারীরিকভাবে ভালো থাকবেন।

অতিরিক্ত মসলা জাতীয় খাবার:

খাবারে অতিরিক্ত মসলা শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে গরমের সময় খাবারে অতিরিক্ত মসলা ব্যবহার পরিহার করা উচিত।

আমিষ জাতীয় কিছু খাবার পরিহার করা:

পেট পুরে মাছ, মুরগি, গরু বা খাসির মাংস, তন্দুরি—এসব খাওয়ার সময় নয় গ্রীষ্মকাল। এতে শরীরের তাপ বাড়ে, বাড়ে ঘাম। এ ধরনের খাবার গ্রহণে হজম-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এমনকি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও থাকে।

পনির জাতীয় সস এড়িয়ে চলা:

বিভিন্ন খাবারের স্বাদ বাড়ায় সস। কিন্তু সুস্থতার জন্য গরমের সময় পনিরজাতীয় সস এড়িয়ে চলাই উচিত। কারণ এতে প্রচুর ক্যালোরি ও লবণ থাকে।

অতিরিক্ত চা-কফি পরিহার করা:

কারণ চা ও কফি শরীরের তাপ বাড়ায়। এছাড়াও গরমে চিনিসহ কফিজাতীয় পানীয় শরীরকে পানিশূন্য করে। মুখমণ্ডলকে করে তোলে রক্তিম। এ কারণে গ্রীষ্মের সময় যতটা সম্ভব অতিরিক্ত চা-কফি পান করা থেকে বিরত থাকুন।

সর্বোপরি শরীরকে সুস্থ রাখতে যা যা পরিহার করা দরকার তা পরিহার করলে শরীর ভালো থাকবে।

শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ