শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬


শিক্ষার্থীদের দাবির মুখে হাইয়াতুল উলিয়ার রুটিনে সামান্য পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর তাকমিল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ শা‘বান ১৪৪২ হিজরী মুতাবিক ৩১ মার্চ ২০২১ ঈসাব্দ, বুধবার থেকে। শেষ হবে ২৪ শা‘বান ১৪৪২ হিজরী, ৮ এপ্রিল ২০২১ ঈসাব্দ, বৃহস্পতিবার।

গত ১৫ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ রুটিন প্রকাশ করে হাইয়াতুল উলিয়া। প্রকাশিত রুটিনে দেখা যায় মাত্র ৯ দিনে ১৩ বিষয়ের পরীক্ষা নিবেন তারা। রুটিন প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের থেকে প্রতিবাদ আসতে থা‌কে। পরীক্ষার্থীরা রুটিন পরিবর্তনের দাবি জানান। এরপরই রুটিনে মাত্র ১ ঘন্টার পরিবর্তন এনেছে হাইয়াতুল উলিয়া। এ সামান্য পরিবর্তনের রুটিন পুনরায় প্রকাশ করেছে হাইয়াতুল উলিয়া কর্তৃপক্ষ।

পরিবর্তিত রুটিনে দেখা যায়, ৭ এপ্রিল ২০২১ বুধবার তাহাবী শরিফের পরীক্ষা শুরু হবে সকাল ৮ টায়। শেষ হবে সকাল ১১ টা ৩০ মিনিটে। এটি আগের রুটিনে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ১২ টা ৩০ মিনিটে শেষ হওয়ার কথা ছিলো।No description available.

এ বিষয়ে বোর্ড কর্তৃক তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরছি। তারা লিখেন,

‘মুওয়াত্তান’ এর পরীক্ষায় ২ প্রশ্নের উত্তর বাধ্যতামূলক, তহাবী শরীফের পরীক্ষা শুরু হবে সকাল ৮টায়। রুটিন অনুযায়ী ২৩ শা‘বান, ৭ এপ্রিল ২০২১ বুধবার বিকেলে পরীক্ষা হবে ‘মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ’ এর। পরীক্ষা শুরু হবে দুপুর ২ ঘটিকায়, শেষ হবে ৪:৪৫ ঘটিকায়। ২ কিতাব থেকে ২টি করে ৪টি প্রশ্ন থাকবে, যে কোন ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। এ দিন সকালবেলা পরীক্ষা হবে ‘তহাবী শরীফ’ এর। শুক্রবারের মত এদিনও পরীক্ষা শুরু হবে সকাল ৮ ঘটিকায়, শেষ হবে দুপুর ১১:৩০ ঘটিকায়।’

জানা গেছে, এ বছর মোট ২২২ টি মারকাযে (সেন্টার) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৮ টি পুরুষ মারকায, ১৩৪টি মহিলা মারকায। পরীক্ষায় ৬ বোর্ডের অধীন ১৫৪০টি মাদরাসার ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ