শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

ফরিদাবাদ মাদরাসার ইসলাহি মজলিস ও খতমে বুখারি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রেদওয়ান বিন মোর্তজা: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের বার্ষিক ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার গেণ্ডারিয়ায় অবস্থিত এ প্রতিষ্ঠানটির বার্ষিক ইসলাহী মজলিস ও খতমে বুখারি ঢাকাস্থ মাদরাসা শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। বরাবরের মত এবারও বার্ষিক এ আয়োজন সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

এবারের বার্ষিক মজলিসে জামিয়ার পক্ষ থেকে সকল ফারেগীন ফুযালাদের বিশেষভাবে দাওয়াত দেয়া হয়েছিলো। তাই এবারের আয়োজন সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে পুনর্মিলনীতে রূপ নিয়েছিলো।

সকাল দশটা থেকে মজলিসের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাদ যোহর খাছ বয়ানের পাশাপাশি জামিয়ার ফুজালাদের উদ্দেশ্যে আসাতিজায়ে কেরামের বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। বাদ মাগরিব মজলিসের প্রধান অধিবেশন ও বুখারি শরীফের শেষ সবক অনুষ্ঠিত হয়েছে।

বুখারী শরিফের সর্বশেষ দরস প্রদান করেছেন ফেনীর ঐতিহ্যবাহী ওলামাবাজার মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূরুল ইসলাম আদীব। মহতি এ জলসায় সভাপতিত্ব করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা আব্দুল কুদ্দুস।

এছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন- মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার আমিনুত তালিম মাওলানা মোহাম্মদ আবদুল মালেক, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মিরপুর আকবর কমপ্লেক্স এর পরিচালক মুফতি দিলাওয়ার হোসাইন, প্রখ্যাত দার্শনিক আলেম মাওলানা উবাইদুর রহমান খান নদভী, মধুপুরের পীর আবদুল হামিদ, ঢালকানগরের পীর মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাফর আহমদ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ