বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ।। ২৮ কার্তিক ১৪৩১ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬


দাওরায়ে হাদীস পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪৪১ হিজরী/২০২০ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ সোমবার হাইআতুল উলয়া ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩/৫/১৪৪২ হিজরী, ১৯/১২/২০২০ ঈসাব্দ, শনিবার ১৪৪১ হিজরী/২০২০ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশের পর যারা নিয়মানুসারে বিভিন্ন কিতাবের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তাদের উত্তরপত্র পুনঃমূল্যায়ন (নজরে সানী) করে নিরীক্ষিত ফলাফল আল-হাইআতুল উলয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।

পুনঃনিরীক্ষিত ফলাফল পেতে ভিজিট করুন- https://bit.ly/3qIIyRQ

আগের ফলাফল অনুযায়ী দাওরায়ে হাদীসের মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১।

মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ