সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


মুগদা মারকাজুল উলূম আল-ইসলামিয়া’র খতমে বুখারী ৬ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৬ মার্চ (শনিবার) রাজধানী ঢাকার মুগদা থানার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপিঠ মারকাজুল উলূম আল-ইসলামিয়া ঢাকার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স), তাফসীর ও হিফজ সমাপনী ছাত্রদের দস্তরে ফজিলত এবং খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে ।

দস্তারবন্দী ও দোয়া পরিচালনা করবেন বাংলার তারেক জামিল খ্যাত, জামিয়া দারুল উলূম নূরবাগ মাদরাসার শায়খুল হাদীস, আল্লামা নজরুল ইসলাম কাসেমী হাফিজাহুল্লাহ। অনুষ্ঠান শুরু হবে বাদ মাগরিব থেকে।

খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিলে মারকাজের হিতাকাঙ্খী দীন দরদী ভাইবোন, ফারেগীন ছাত্রবৃন্দ, মুগদা থানার ইমাম-উলামা ও দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উপস্থিত থাকতে বিশেষ আহ্বান জানিয়েছেন, মারকাজের মুহতামিম
মাওলানা নূর বখ্শ মজুমদার।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ