শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব বারিধারায় হেফাজতে ইসলামের পরামর্শ সভা শুরু ফ্যাসিবাদী সরকারের মূল দায়িত্বের কর্মকর্তারা এখনও অটল রয়ে গেছে নতুন উদ্যমে কাজ শুরু করেছি: ডিসি ওয়ারী খাগড়াছড়ি-রাঙামাটি পরিদর্শনে যাচ্ছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আল্লামা মাহমুদুল হাসানের আহ্বানে সর্বস্তরের আলেমদের নিয়ে পরামর্শ সভা শুরু মসজিদে শোরগোল নিয়ে রাসূল সা. যেভাবে সতর্ক করেছিলেন ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই

নাহবেমির জামাতের কেন্দ্রীয় পরীক্ষার প্রস্তুতি-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে কওমি মাদরাসার বিভিন্ন জামাতের কেন্দ্রীয় পরীক্ষা। এবার কোভিড-১৯ এর কারণে শিক্ষাবর্ষের সময় কম হলেও কমেনি পরীক্ষার সিলেবাসের পরিমাণ। তাই অল্প সময়ে দীর্ঘ এ নেসাব থেকে পরীক্ষায় ভাল ফলাফল করার কলাকৌশল বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজন করেছে পরীক্ষা বিষয়ক শিক্ষাপরামর্শ ‘পরীক্ষার ভালো প্রস্তুতি ও সেরা ফলাফলের কৌশল’। ধারাবাহিক পর্ব- ১২

লিখছেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার উস্তাযুল হাদিস, দারুল উলুম দেওবন্দের ফাজেল ‘মাসুম আবদুল্লাহ’


(গত পর্বের পর)

আল ফিকহুল মুয়াস্সার/মালাবুদ্দ মিনহু
১. প্রতিটি মাসায়ালা বুঝে পড়বে।
২. ইখতেলাফি মাসয়ালাগুলো বিশেষ যত্নসহ পড়বে। পরস্পরে মুজাকারা করবে। খাতায় ইমামদের সঠিক নাম শ্রদ্ধাসহ লিখবে। সঠিক মতটি সাজিয়ে গুছিয়ে খাতায় লিখে অনুশীলন করবে।
৩. খুঁটি-নাটি ও ছোট-খাট মাসয়ালাসমূহ বিশেষ গুরুত্বসহ আত্মস্থ করবে।
৪. নিত্য প্রয়োজনীয় ও প্রচলিত মাসয়ালা-মাসায়েলের হুকুম বুঝে-শুনে ঠান্ডা মাথায় লিখবে।
৫. ফিকহুল মুয়াস্সারের আরবি ইবারত সঠিক হরকত দিয়ে বার বার পড়বে—যাতে তা মুখস্থের মতো হয়ে যায়। ভবিষ্যত জীবনে বরং আজীবন এ মুখস্থ ইবারত অনেক কাজে দেবে।
৬. বিভিন্ন প্রসঙ্গে উল্লেখিত দোয়া-কালাম অরবিসহ সঠিক হরকত দিয়ে মুখস্থ করবে। অর্থসহ লিখে অনুশীলন করবে।
৭. নানা পরিভাষার শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা এবং তার প্রকারগুলো গুছিয়ে সুন্দর করে লিখে মুখস্থ করবে।
৭. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সে অনুযায়ী অনুশীলন করবে। যে সব অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে—সে সব প্রশ্নের উত্তর লিখে দক্ষ অভিজ্ঞ কোনো উস্তাদকে দেখাবে।

সিরাতে খাতামুল আম্বিয়া
১. পুরো কিতাব বুঝে বুঝে পড়বে।
২. ক্লাসের উস্তাদ যখন যে বিষয়টি আলোচনা করেন মনোযোগসহ আলোচনা শুনবে। সিরাত ইতিহাস বিষয়ক কিতাব হওয়ার কারণে শুনে শুনে তা আয়ত্ত করা বেশি সহজ। তাই মনে রাখার সুবিধার্থে মনের কান দিয়ে উস্তাদের আলোচ-পর্যালোচনা শুনবে ও মনে রাখার চেষ্টা করবে। উস্তাদের আলোচনার সারকথা খাতায় গুছিয়ে লিখে নেবে।
৩. বিভিন্ন পরিভাষার সংজ্ঞা, ঘনটায় বর্ণিত ব্যক্তির নাম, স্থানের নাম এবং ঘটনার সঠিক সন-তারিখ বিশেষ গুরুত্বসহ রপ্ত করবে।
৪. ঘটনার বিবরণ ও তার সার সংক্ষেপ নিজের ভাষায় গুছিয়ে খাতায় লিখে ঠোঁটস্থ করবে।
৫. কিতাবের শেষ উল্লেখ করা হাদিস শরিফ থেকে আরবি ও অর্থসহ ১০-১২টি হাদিস মুখস্থ করে অনুশীন করবে।
৬. যে-সব জায়গা থেকে প্রশ্ন বেশি আসে—যত্নসহ সে-সব জায়গাগুলো বার বার পড়বে ও লিখে মুখস্থ করবে। এ জন্যে বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করা যেতে পারে।
৭. যুদ্ধের নাম ও নাম করণের হেতু, যুদ্ধের প্রেক্ষাপট বা কারণ, যুদ্ধের বিবরণ, পক্ষ-বিপক্ষের সৈন্য, সেনা প্রধান ও পতাকাধারী, উভয় পক্ষের অস্ত্র-শস্ত্রের বিবরণ, উভয় পক্ষের মৃতের সংখ্যা, যুদ্ধের বিশেষ কোনো ঘটনা বা মূহুর্ত এবং সর্বশেষ যুদ্ধের ফলাফল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে লিখে রপ্ত করবে। মনে গেঁথে যাওয়ার জন্যে একে অপরকে শোনাবে।

গুলিস্তাঁ
১. শব্দার্থ মুখস্থ-সহ ১ম ও ৮ম বাব ভালো করে বার বার অর্থসহ পড়বে—যাতে মুখস্থের মতো হয়ে যায় এবং শূণ্যস্থান পূরণ করা তোমার জন্য একদম সহজ হয়ে যায়।
২. শব্দের তাহকিক তথা সিগা-বহস-মাসদার, একবচন-বহুবচন ও অর্থ শিখবে।
৩. ১ম ও ৮ম বাব বুঝে বুঝে সরল অনুবাদ শিখবে। হিকমত ও কবিতার ব্যখ্যা ও মর্ম পৃথকভাবে চর্চা করবে। তা থেকে প্রাপ্ত উপদেশ গুছিয়ে লেখার অনুশীলন করবে।
৪. ১০-১৫টি শে’র অর্থসহ লিখে মুখস্থ করবে।
৫. ফার্সি বাক্য রচনা অনুশীলন করবে।
৬. বাংলা থেকে ফার্সি ও ফার্সি থেকে বাংলা করার অনুশীলন করবে।
৭. ২-৪টি হেকায়েত ও হিকমত ফার্সিতে অর্থসহ খাতায় লিখে মুখস্থ করবে—যাতে পরীক্ষার খাতায় নির্ভুল ফার্সি লিখতে পারো। সম্ভব হলে ৮ম বাবের অধিকাংশ হিকমত ও কবিতা ফার্সিতে অর্থসহ মুখস্থ করবে।
৮. কিতাবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিয়ে থাকা ফার্সি প্রশ্নের ফার্সিতে উত্তর লেখার অনুশীলন করবে।
৯. গুলিস্তাঁ পরীক্ষা দিলে নম্বর বেশি পাওয়া যায়। তাই সম্ভব হলে গুলিস্তাঁ কিতাবই পরীক্ষা দেয়ার চেষ্টা করবে বিকল্প সাহিত্য সওগাত পরীক্ষা দেবে না।
১০. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সুন্দর উত্তর লেখার অনুশীলন করবে।

সাহিত্য সওগাত ও ব্যাকরণ
১. পাঠ্যবই পড়ার সময় শব্দের প্রয়োগ ও বানান শেখার প্রতি গুরুত্ব দেবে। কঠিন শব্দের বানান লিখে আয়ত্ত করার চেষ্টা করবে।
২. গদ্য ও পদ্যের বিষয়বস্তু আয়ত্ত করবে। লেখক বা কবি কী বুঝাতে চেয়েছেন, কী বলতে চেয়েছেন—তার সারসংক্ষেপ বের করে খাতায় লিখে অনুশীলন করবে।
৩. প্রতিটি কবিতার ১০-১২ লাইন কবির নামসহ মুখস্থ করে দাড়ি-কমাসহ নির্ভুল লেখার অনুশীলন করবে।
৪. শব্দার্থ মুখস্থ করবে।
৫. বাক্যরচনা লেখার অনুশীলন করবে।
৬. বিপরীত শব্দ মুখস্থ করবে।
৭. বইয়ের প্রতিটি অনুশীলনে দেয়া প্রশ্নগুলোর সঠিক উত্তর বের করে ঠোঁটস্থ করবে ও লিখে অনুশীলন করবে।
৮. বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করে সে অনুপাতে অনুশীলন করবে।
৯. ভাব সম্প্রসারণ, দরখাস্ত ও চিঠি বুঝে-শুনে মুখস্থ করে লিখে অনুশীলন করবে।
১০. কয়েকটি রচনা মুখস্থ করে নেবে। রচনা লেখার মূল বিষয়গুলো রপ্ত করে নিলে যে-কোনো বিষয়ে রচনা লেখা সহজ হয়ে যাবে। (চলবে)

এ আয়োজনের বাকি পর্ব আমাদের  ‘শিক্ষাঙ্গন’ ক্যাটাগড়িতে।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ