শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

দেশের প্রতিটি থানা ও আদালতে প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী ।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

কাতারস্থ আল নূর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম বলেছেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত সততা একতা ও নিষ্ঠাপূর্ণ যে কোন কোন প্রয়াস সফলতার মুখ দেখবেই। আল নূর সেন্টার এর উৎকৃষ্ট প্রমাণ। প্রবাসীদের শিক্ষা সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আল নূর সেন্টার এক যুগ ধরে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশীর জন্য আল নূর সেন্টার উন্মুক্ত।

আলনূর সেন্টার গণসংযোগ বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১২ ফেব্রুয়ারি দোহা জাদিদ মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আল নূর গণসংযোগ বিভাগের পরিচালক প্রকৌশলী আলিমুদ্দিন। গণসংযোগ বিভাগের সহযোগী পরিচালক প্রকৌশলী মনিরুল হকের উপস্থাপনায় এতে প্রধান আলোচক ছিলেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুস্তাকিম নূরুর রহমান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম।

বিশেষত সদ্যপ্রয়াত মাওলানা জসিমউদ্দিন মাশরুফের শাশুড়ি আম্মার মাগফিরাত ও পেয়ার মুহাম্মদের সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

প্রাণবন্ত এই কর্মশালায় গণ সংযোগ বিভাগের সদস্যদের উদ্দেশ্যে মাওলানা ইউসুফ নূর বলেন,দেশের উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ অবদান থাকলেও তারা অবহেলিত ও নিরাপত্তাহীন। প্রবাসীরা দেশে গিয়ে বিপদে পড়লে প্রশাসনিক ও সামাজিক সাহায্য পায় না বললেই চলে।তাই প্রবাসীদের কল্যাণে প্রবাসীদেরই এগিয়ে আসতে হবে। তিনি দেশের প্রতিটি থানা ও আদালতে প্রবাসী হেল্প ডেস্ক খোলার দাবী জানান এবং এজন্য সকল প্রবাসী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর সদস্যদের সম্মতিক্রমে গণসংযোগ কর্মসূচী ২০২১ ঘোষণা করেন। সভাপতির ভাষণে প্রকৌশলী আলিমুদ্দিন ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সদস্যদের এ ব্যাপারে সক্রিয় ও তৎপর থাকার অনুরোধ করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ