সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

মাকতাবাতুল হাসানের 'মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে' বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি বই পাঠকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়তই নানা ধরনের সৃষ্টিশীল উদ্যোগ নিচ্ছে দেশের অন্নতম প্রকাশনা সংস্থা ‘মাকতাবাতুল হাসান’। এরই অংশ হিসেবে আজ সোমবার (২৫ জানুয়ারি) রাজধানীর ধুপখোলায় হলিপার্ক রেস্টুরেন্টে আয়োজন করা হয় ‘মাকতাবাতুল হাসান সেলস-পার্টনার মিলনমেলা-২০২১’।

অনুষ্ঠানের শুরুতেই ‘মাকতাবাতুল হাসানের’-এর সিইও মোহাম্মদ রাকিবুল হাসান খান আলোচনা করেন প্রতিষ্ঠানটির কর্মপরিকল্পনা নিয়ে। বাংলাদেশে ইসলামি বইয়ের প্রচার-প্রসার এবং সেক্ষেত্রে মাকতাবাতুল হাসানের কন্ট্রিবিউট কতটা ভূমিকা রাখছে, সেটাই ছিল তার বক্তব্যের মূল-বিষয়। পাশাপাশি মাকতাবাতুল হাসানের ভবিষ্যত নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

May be an image of 6 people, including Ihsanul Haque and people standing

এদিকে আজকের আয়োজনের প্রতিপাদ্য ছিল মুসলিম বিশ্বের জনপ্রিয় লেখক ড. রাগিব সারজানি রচিত ‘মুসলিমজাতি বিশ্বকে কী দিয়েছে’ ও ড. নুরুদ্দিন ঈতর রচিত ‘নবিজির প্রতি ভালোবাসা’ নামক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন। বাংলাভাষায় প্রকাশিত বই দু’টি নিয়ে আলোচনা করেন অনুবাদক আব্দুস সাত্তার আইনী ও সদরুল আমিন সাকিব।

এছাড়াও মিলনমেলায় আলোচনা করেন রাহনুমা প্রকাশনীর প্রকাশক মুহা. মাহমুদুল ইসলাম, গার্ডিয়ান প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের নুর মোহাম্মদ, একাধিক বই বিক্রেতা প্রতিষ্ঠান ও প্রকাশনা সংস্থার প্রতিনিধি। সকলের কণ্ঠে ছিল মাকতাবাতুল হাসানের প্রশংসা। আলোচনায় সকলেই পরামর্শ দিয়েছেন কীভাবে আরো দায়িত্বশীলতার সাথে ইসলামি বই উপস্থাপন করতে হবে এই নিয়ে।

No photo description available.

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেলারদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয় ইসলামপ্রিয় মানুষের কাছে সৃজনশীল ইসলামি বই ছড়িয়ে দেওয়ার প্ল্যাটফর্ম মাকতাবাতুল হাসান।

দেশের জনপ্রিয়তম প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে মাকতাবাতুল হাসানের কাজের পরিধি এবং গুণগত মান প্রতিনিয়তই আরও সমৃদ্ধ হবে, অতিথিদের এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়েই শেষ হয় ‘মাকতাবাতুল হাসানের সেলস-পার্টনার মিলনমেলা-২০২১।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ