সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আল্লামা গওহরপুরী রহ. এর স্মারক: চার কপি বিক্রি হয় ৭ লাখ ৫০ হাজার টাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: ‘শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’ মাত্র চার কপি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। শুনতে বিস্ময়কর লাগলেও এমন দূর্লোভ ঘটনা ঘটেছে সিলেটের একটি মাহফিলে। আল্লামা গওহরপুরী রহ. এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের ৬৪তম বার্ষিক মাহফিলে এমন ইতিহাস সৃষ্টি করেছেন সিলেটবাসী।

গতকাল (২১জানুয়ারি) বৃহস্পতিবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত মাহফিলে স্মারকগ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান হয়।মাহফিলের অন্যতম আকর্ষন ছিল আল্লামা গওহরপুরী রহ. এর স্মারকগ্রন্থের এ প্রকাশনা অনুষ্ঠান। সাহেবজাদায়ে গওহরপুরী হাফেজ মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গওহরপুরী সভাপতিত্বে আল্লামা গওহরপুরী রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন আল্লামা গওহরপুরী রহ. এর দুই খলিফা মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী ও মাওলানা শফিকুল হক সুরইঘাটি এবং দরগাহপুর মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম খাঁন।

প্রকাশনা অনুষ্ঠানে স্মারকের কয়েকটি কপি নিলামে বিক্রি করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ‘আল্লামা গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’-এর একটি কপি ৩লক্ষ টাকায় ক্রয় করেন।

মোড়ক উন্মোচনের পর স্মারকগ্রন্থের ১ম কপি শাহ সুলতান রহ. মাদরাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল হক রাজু ২লক্ষ টাকায়, ২য় কপি মাওলানা আহমদ বেলাল দেড় লক্ষ টাকায় এবং ৩য় কপি আল্লামা গওহরপুরী রহ. -এর দৌহিত্র মাওলানা সাহেদ আহমদ নাফে ১লক্ষ টাকায় ক্রয় করেন।

কিছুদিন আগে বেশ হাকডাক দিয়েই প্রকাশনা অনুষ্ঠান করা হয় ‘শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন আহমদ গওহরপুরী রহ. স্মারকগ্রন্থ’ এর। মতবিনিময় করা হয় সাংবাদিকদের সাথে। দীর্ঘ ১২ বছর লাগাতার কাজ করে প্রকাশ করা হয় স্মারকগ্রন্থটি। এটির সম্পাদনা করেছেন মাওলানা শরীফ মুহাম্মদ। নির্বাহী সম্পাদক ছিলেন জহির উদ্দীন বাবর। সহযোগী সম্পাদক হিসেবে সাথে ছিলেন আব্দুল্লাহ মোকাররম, আলী হাসান তৈয়ব ও রোকন রাইয়ান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ