শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

আলেম সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী‌তে দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবা‌দিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ‌

সোমবার (১৮ জানুয়া‌রি) উপ‌জেলা সদ‌রে দারুল কারীম মাদরাসার (পুরুষ-মহিলা শাখা) শিক্ষক-‌শিক্ষার্থী ও এলাকাবাসীর উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে সাংবা‌দিক শফকত হোসাইন চাটগ‌ামীর ওপর হামলাকারী বেলালকে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার দাবী জানানো হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন, বাঁশখালী কওমী মাদরাসা প‌রিষ‌দের সে‌ক্রেটারী ও চেচু‌রিয়া আর‌বিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবু‌লিয়া জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা এরশাদ উল্লাহ, দ‌ক্ষিণ জলদী দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প‌রিচালক মাওলানা শাহাব উ‌দ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লী‌গের সভাপ‌তি মো. আব্দুল জব্বার।

এছাড়া বক্তব্য রাখেন, ইসলামী আ‌ন্দেল‌নের চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলার সা‌বেক সহকারী অর্থ সম্পাদক মি‌ডিয়াকর্মী মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপ‌জেলা সদর ব‌্যবাসায়ী স‌মি‌তির সভাপ‌তি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ।

বক্তৃতায় তারা ব‌লেন, হামলাকারী বেলাল দাপ‌টের সা‌থে এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌চ্ছে। ইয়াবা সেবন ও ব‌্যবসা ক‌রে এলাকার যুব সমাজ‌কে ধ্বংস কর‌ছে। সম্প্রতি অনু‌ষ্ঠিত দারুল কারীম মাদরাসার সভায় তা‌কে দাওয়াত না দেয়ায়‌ দিনদুপু‌রে প্রকা‌শ্যে মাদরাসার প‌রিচালক সাংবা‌দিক শফকত হোসাইন চাটগামী‌র ওপর হামলা চালি‌য়ে‌ছে।

এ‌দি‌কে সাংবা‌দি‌ক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অন‌তি‌বিল‌ম্বে হামলাকারী আসামী বেলাল‌কে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা জনতা।

-কেএল

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ