শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

রোহিঙ্গা ইস্যুতে ৯ দেশের অবস্থান বদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা বিষয়ক ইস্যুতে অবস্থান বদল করেছে বিশ্বের ৯টি দেশ। আগে এসব দেশ এই ইস্যুতে কোনো পক্ষ না নিয়ে ‘অ্যাবস্টেনশন’ অবস্থানে ছিল। তবে বর্তমানে তারা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে।

অবস্থান বদল করা দেশগুলো হলো- কেনিয়া, লেসেথো, মোজাম্বিক, ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, তাঞ্জানিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ।

জানা যায়, এর আগে ২০১৯ সালে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক যে প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে আনা হয়, তার পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেয়নি ওই সব দেশ। বরং দেশগুলো ‘অ্যাবস্টেনশন’ বা ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছিল। তবে এবার তারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে গত বৃহস্পতিবার রাতে প্রায় একই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়। এতে দেশগুলো ‘অ্যাবস্টেইন’ অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দেয়। এ নিয়ে বাংলাদেশসহ ১৩০টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

তবে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৯টি দেশ। সেগুলো হলো- মিয়ানমার, বেলারুশ, কম্বোডিয়া, চীন, রাশিয়া, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন ও জিম্বাবুয়ে। এ ছাড়া ভারত, জাপান, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাসহ ২৫টি দেশ ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে। ফলে এদিন প্রস্তাবটি ১৩০-৯ ভোটে গৃহীত হয়েছে।

সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন অ্যাসাম এবারের প্রস্তাবের ভোট বিশ্লেষণ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবাব ৯টি দেশ তাদের অবস্থান পরিবর্তন করে প্রস্তাবের পক্ষ নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ