শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই 

আরও ১৫শ'র বেশি রোহিঙ্গাকে নেয়া হচ্ছে ভাষানচরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বিতীয় দফায় ভাসানচরে স্থানান্তরের উদ্দেশে আরও ১ হাজার ৫শ'র বেশি রোহিঙ্গাকে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে নেয়া হচ্ছে। র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় দুপুরে উখিয়া কলেজ মাঠ থেকে ৩০টি বাসে করে চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গারা।

এবারের দলটিতে ১ হাজার ৫শ'র বেশি রোহিঙ্গা রয়েছে বলে জানা গেছে। সেখান থেকে মঙ্গলবার ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হবেন রোহিঙ্গারা। সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ৭০০ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনা থাকলেও, প্রায় ১৫০০ এর বেশি রোহিঙ্গা সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে স্বেচ্ছায় কক্সবাজার থেকে চট্টগ্রামে রওনা হয়েছে। নৌবাহিনীর জাহাজে করে আগামীকাল তারা চট্টগ্রাম থেকে ভাসানচরের উদ্দ্যেশে যাত্রা করবে।

এর আগে, গেল ৪ঠা ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে প্রথম ধাপে ১ হাজার ৬শ ৪২ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। প্রথম দফায় ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা এসেছিল টেকনাফ-উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে।

তাদের একদিন আগে বিভিন্ন ক্যাম্প থেকে গাড়িতে করে এনে চট্টগ্রামে শাহিন স্কুলের ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। দ্বিতীয় দফায়ও একইভাবে নেয়া হবে তাদের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ