শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি নিজের হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

১৯৭১ সালে যেমন ছিলেন আরব সাহিত্যিক ড. আলী মুহাম্মদ সাল্লাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মোস্তফা ওয়াদুদ।।
<নিউজরুম এডিটর>

আরব সাহিত্যিক ড. আলী মুহাম্মদ সাল্লাবির ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। তিনি নিজেই তার ছোট বেলার ছবিটি ভাইরাল করেন। ছবির নিচে তিনি লিখেন এই ছবির তারিখ ‘১৬ সেপ্টেম্বর ১৯৭১, কায়রো, মিশর।

ফেসবুকে ছবিটি পোস্ট করে এক স্টাটাসে তিনি লিখেন, ‘আমার একটি বিরল ছবি। আমার বাবা এবং বোন ফাওজিয়ার সাথে।’ (আল্লাহ তাদের উপর রহম করুন)

পোস্টে তিনি লিখেন, ‘আমার প্রিয় ভাইদের কাছে তাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া চাই।’

এরপর তিনি উল্লেখ করেন, ‘আমি আমার বাবাকে স্মরণ করি (আল্লাহ তাকে ক্ষমা করুন)। যখন তিনি বেনগাজির কারাগার থেকে বের হয়ে আমাকে বিদায় জানিয়েছিলেন তখন এবং যখন মদিনায় স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তখন তিনি আমাকে এই কথাগুলো দিয়ে বিদায় জানিয়েছিলেন: ‘হে আমার সন্তান, আমি চাই তুমি ইসলাম রক্ষাকারী একজন কর্মঠ আলেম হও, এবং আন্তরিকতা ও আন্তরিকতার সাথে আমার জন্য প্রার্থনা কর। আর আল্লাহ সর্বশক্তিমান তোমার কাছে সবকিছু উন্মুক্ত করে দিন। এবং তুমি এমন বই লেখো, যা থেকে মুসলিমবিশ্ব উপকৃত হয়, এবং তোমার একটি চলমান দানশীলতা (সাদকায়ে জারিয়া) জারী থাকে।’

তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমি এবং আমার পিতামাতাকে উত্তম প্রতিদান দান করেন। (আল্লাহ তাঁর প্রতি রহম করুন) এবং আমার সম্মানিত মা (আল্লাহ তাঁকে রক্ষা করুন) এবং যারা আমাদের জীবনযাত্রায় সাহায্য করেছেন, আল্লাহ তাদেরও উত্তম প্রতিদান দিন।’

ড. আলি মুহাম্মাদ সাল্লাবি। ১৯৬৩ সালে লিবিয়ার বেনগাজি শহরে জন্মগ্রহণ করেন। মদীনা বিশ্ববিদ্যালয়ের উসুল আদ-দ্বীন বিভাগ এবং দাওয়া বিভাগ থেকে ব্যাচেলরস অব আর্টসে ডিগ্রি লাভ করেন তিনি।। পরে ১৯৯৬ সালে উসুল আদ-দ্বীন বিভাগ থেকে তাফসীর, উলুমুল কুরআন বিষয়ে মাস্টার ডিগ্রিপ্রাপ্ত হন। তিনি ১৯৯৯ সালে উম্মে দুরমান ইসলামী বিশ্ববিদ্যালয়, সুদান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন |

তিনি বর্তমান বিশ্বের একজন বিখ্যাত ও প্রসিদ্ধ সীরাত লেখক। তার লিখিত খুলাফায়ে রাশেদীন। এবং সালাহউদ্দিন রহ.-এর জীবনী ইংরেজিতে অনূদিত হয়ে ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিসিং হাউস (IIPH) থেকে ছাপানাে হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ