শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

নামাজে মোবাইল দেখে কোরআন পড়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নামাজে মোবাইল দেখে কোরআন পড়া যাবে? স্বাভাবিক উত্তর যাবে না। তবে এ বিষয়ে একটি ফতোয়া চাওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে। দেওবন্দ কর্তৃপক্ষ ফতোয়াটির জবাব দিয়েছেন তাদের ওয়েবসাইটে।

ফতোয়ায় একজন মহিলা তার স্বামীর ব্যাপারে জানতে চান, ‘আমার স্বামী ইমরান আহমদ। তার বয়স ৪০। তিনি প্রত্যেক নামাজে দীর্ঘ সূরা তেলাওয়াত করতে চান যাতে নামাজ দীর্ঘস্থায়ী হয়। তবে তিনি বড় সুরাগুলি মনে রাখতে পারেন না। তাই তিনি নামাজের সময় তার মোবাইলে তাকিয়ে বড় সূরা পড়েন। মোবাইলে ‘বিমান মোডে’ স্যুইচ করে রাখেন যাতে কোনও ফোন কল বা বার্তা না পাওয়া যায় ও ফোকাস কেবল কুরআন পড়ার দিকে থাকে। এ সময় তিনি এক হাতে মোবাইল ধরেন অন্য হাতে নিয়ত বাঁধেন। আমার জানার বিষয় হলো, এটা কি জায়েজ? কেউ আমার স্বামীকে বলেছিল যে এ জাতীয় নামাজ জায়েজ নেই। এটা কি সঠিক?

দারুল উলুম দেওবন্দ আল্লাহর নামে উত্তরে বলেন, (উত্তর নং: ৬০০৪০২, ফতোয়া নং: ১৯৩-১২৩/ এসএন=০৩/১৪৪২) এখানে দুটি বিষয়। একটি মোবাইল ফোনের দিকে তাকানো। অন্যটি নামাজে দেখে দেখে কোরআন তেলাওয়াত। এ উভয়টি নামাজকে নষ্ট করে দেয়। সুতরাং এভাবে মোবাইলে তাকিয়ে নামাজে দেখে দেখে কুরআন তেলাওয়াত করা জায়েজ নেই। আপনার স্বামীকে যিনি এটি বলেছিল তিনি সঠিক বলেছেন। আপনার স্বামীর জন্য উচিত, পবিত্র কোরআনের যতগুলি সূরা মুখস্থ আছে সেগুলোই তেলাওয়াত করা। বাকি বড় বড় সূরা মুখস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আল্লাহ তাআলা ভাল জানেন।

(দলীল দেখুন: ফতোয়ায়ে শামি দুররে মুখতার: ৩৮৩/২, ৩৮৪, প্রকাশিত: জাকারিয়া বুক ডিপো, দেওবন্দ, বাদায়েউস সানায়ে’: ৫৪৩/ ১, প্রকাশিত: জাকারিয়া বুক ডিপো, দেওবন্দ)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ