শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ট্রাম্পের নাম লেখা জুতা বানালেন ফিলিস্তিনি কারিগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দিয়ে জুতা বানিয়েছেন এক কারিগর। ফিলিস্তিনের ইমাদ হাজ মুহাম্মদ নামে এক জুতার কারিগর এ জুতার ডিজাইন করেছেন।

ইমাদ হাজ জানিয়েছেন, ট্রাম্পের সিদ্ধান্তে ঘৃণা প্রকাশ করে তিনি এ জুতার ডিজাইন করেছেন। তিনি বলেন, ‘আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার বস্তু হলো জুতা। তাই ডোনাল্ড ট্রাম্পের নাম এই জুতার ওপর লিখেছি। এটা করেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে।’

বেলফোর চুক্তি নিয়েও বিরক্ত ইমাদ হাজ। ট্রাম্পের নাম লেখা জুতায় তিনি বেলফোর শব্দটিও লিখেছেন। এসব জুতার দাম পড়ে প্রায় ৬৫ ডলার।

ইমাদ আরও বলেন, ‘বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে। দুটোই আমাদের শত্রু। ব্রিটিশদের বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। ওই চুক্তির পর থেকেই ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে। আর ট্রাম্প এসেই আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য।’

বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদেরও এই ক্ষোভে সামিল হতে আহ্বান জানিয়েছে ইমাদ হাজ মুহাম্মদ।

উল্লেখ্য, ২০১৮ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকেই সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। তার নাম লেখা জুতাটি সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ