সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


আগামী সপ্তাহ শুরু হচ্ছে ইউক্রেনের জাতীয় কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সপ্তাহে ইউক্রেনে বার্ষিক জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।

জানা যায়, ইউক্রেনের কুরআন শিক্ষা বোর্ড সেদেশের মুসলিম ধর্ম বিষয়ক অফিসের সহযোগিতায় জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতার আয়োজন করেছে।

এই প্রতিযোগিতা আগামী সপ্তাহে শনিবার ও রবিবার (১৪ ও ১৫ই নভেম্বর) ইউক্রেনের রাজধানী কিয়েভের মসজিদ ও ইসলামিক কেন্দ্রে বিভিন্ন বয়সের প্রতিযোগীদের উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, এই প্রতিযোগিতা মোট পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হবে। বিভাগগুলো যথাক্রমে ৩০ পারা, ১৫ পারা, ১০ পারা, ৫ পারা এবং ২ পারা হেফজ। ইউক্রেনের নাগরিক, সেদেশে বসবাসকৃত বিদেশী নাগরিকগণ এবং কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন) নাগরিকগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের করতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ