শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাসব্যাপী সিরাত প্রতিযোগিতা: পুরস্কার ১৫ লক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তাঁর প্রতি ভালোবাসা পোষণ করা ঈমানের অংশ। বাক-স্বাধীনতার নামে ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে রাসূল সা.-কে অবমাননা করার প্রতিবাদে ও রাসূলের সীরাত সর্বস্তরে পৌঁছে দিয়ে সর্বস্তরের মানুষকে সুন্নাহর আলোয় আলোকিত করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন মাসব্যাপী সীরাত অধ্যয়ন ও সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে।

#সীরাতপাঠ
সীরাত অধ্যয়ন সহজ করতে এবং ঘরে ঘরে সীরাতগ্রন্থ পৌঁছে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের জন্য স্বল্পমূল্যে সীরাতগ্রন্থ বিতরণ করা হবে।
* সাধারণ বিভাগের জন্য নির্ধারিত বই: ‘আর-রাহীক আল-মাখতূম’ (পৃষ্ঠাসংখ্যা ৫৬০)
* মাধ্যমিক বিভাগের জন্য নির্ধারিত বই: ‘সীরাতে ইবনে হিশাম’ (সংক্ষেপিত-পৃষ্ঠাসংখ্যা ৩৬৪)
* জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত বই: ‘শিশু সীরাত সিরিজ’, মাওলানা আবু তাহের মেসবাহ (১০ খণ্ড)
সব বিভাগের প্রতিযোগীদের জন্য নির্ধারিত বই মাত্র ১০০ টাকায় দেয়া হবে। প্রতিযোগীকে নিবন্ধনের সময় বইয়ের নামমাত্র মূল্য ১০০+কুরিয়ার চার্জ ৫০টাকা (মোট ১৫০টাকা) পাঠাতে হবে।

#প্রতিযোগিতা
তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে কোনো ধর্মের ও শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।
* সাধারণ বিভাগ: উচ্চ মাধ্যমিকসহ তদূর্ধ (১৮ ঊর্ধ্ব বয়সি)।
পরীক্ষার ধরন: ‘আর-রাহীক্ব আল-মাখতূম’ গ্রন্থের আলোকে ২০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ১০০০ শব্দের রচনা।

প্রথম পুরস্কার: উমরাহ (১জন)
দ্বিতীয় পুরস্কার: ল্যাপটপ (২জন)
তৃতীয় পুরস্কার: নোটপ্যাড (৫জন)
বিশেষ পুরস্কার: ৮০০ টাকার ইসলামী বই (৩০০ জন)

* মাধ্যমিক বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী (অনুর্ধ্ব ১৮ বয়সি)।
পরীক্ষার ধরন: সীরাতে ইবনে হিশাম বইয়ের আলোকে ১০০ টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ৫০০ শব্দের রচনা।
প্রথম পুরস্কার: ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১জন)
দ্বিতীয় পুরস্কার: ২৫০০০ (পঁচিশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (৫জন)
তৃতীয় পুরস্কার: ১০০০০ (দশ হাজার) টাকার এককালীন শিক্ষাবৃত্তি (১০জন)
বিশেষ পুরস্কার: ৬০০ টাকার ইসলামী বই (৫০০জন)

* জুনিয়র বিভাগ: প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী (অনূর্ধ্ব ১০ বছর বয়সি)
পরীক্ষার ধরন: মাওলানা আবু তাহের মেসবাহ রচিত ১০ খণ্ডের শিশু সীরাত সিরিজ-এর আলোকে ৫০টি প্রশ্নের উত্তর ও প্রিয়নবীকে নিয়ে ২০০ শব্দের রচনা।

প্রথম পুরস্কার: বাইসাইকেল/সমপরিমাণ নগদ অর্থ (১০জন)
দ্বিতীয় পুরস্কার: পড়ার টেবিল (২০জন)
তৃতীয় পুরস্কার: বিজ্ঞানবাক্স (৫০জন)
বিশেষ পুরস্কার: ৫০০ টাকার ইসলামী বই (১০০০জন)
প্রতিযোগিতায় বিজয়ী (৪০% মার্ক প্রাপ্ত) সবাইকে আস-সুন্নাহ ফাউন্ডেশ কর্তৃক সনদপত্র পদান করা হবে।

# নিয়মাবলি
✅ ২৯ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে হবে। সীরাতগ্রন্থের অর্ডারসহ নিবন্ধন করতে হবে এই লিংকে: https://forms.gle/aGebLq3V5Jwayn9z5
✅ নিবন্ধিতদের কাছে ১৭ নভেম্বর-এর মধ্যে কুরিয়ারে সীরাতগ্রন্থ পাঠানো হবে ইন শা আল্লাহ।
✅ প্রতিযোগীরা ১২ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবেন।
✅ ১৩ ডিসেম্বর, ২০২০ প্রশ্নপত্র অনলাইনে উন্মুক্ত করা হবে।
✅ প্রতিযোগীরা প্রশ্নপত্র প্রিন্ট করে (১ দিনের মধ্যে) উত্তর দিয়ে ১৪ ডিসেম্বরে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন। ২০ ডিসেম্বর ২০২০ তারিখের মধ্যে উত্তরপত্র আস-সুন্নাহ ফাউন্ডশনের অফিসে পৌঁছাতে হবে।

✅ ১লা জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ ফলাফল প্রকাশ করা হবে ইন শা আল্লাহ।
✅ পরবর্তী ১০দিনের মধ্যে প্রত্যেক গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে। একই সময়ে অন্যান্য বিজয়ীদের ঠিকানায় পুরস্কার পৌঁছে দেয়া হবে।

❏ বিশেষ অনুরোধ: প্রতিযোগীরা বই-পুস্তক অধ্যয়ন করে (প্রয়োজনে বই থেকে ঘেঁটে) উত্তর লিখবেন; ব্যক্তি বিশেষের সাহায্য নিয়ে উত্তর লিখবেন না। রাসূল সা. এর সীরাতচর্চার এই মহতি উদ্যোগে কেউ অসাধু উপায় অবলম্বন করবেনা না বলেই আমাদের বিশ্বাস।
❏ বিশেষ জ্ঞাতব্য: প্রতিযোগিতা বিষয়ক সকল আপডেট ইসলামী জ্ঞানের ভুবন পেজে জানানো হবে। প্রতিযোগীদেরকে লাইক দিয়ে পেইজে যুক্ত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। https://www.facebook.com/ikw.info/
* প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন করার ক্ষমতা আস-সুন্নাহ ফাউন্ডেশন সংরক্ষণ করে।

# সহযোগিতা
☞ দ্বীনি ইলম এবং রাসূল সা.-এর সীরাতচর্চার মহৎ উদ্যোগ বাস্তবায়নে আপনিও আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহযোগী হতে পারেন। দেশ-বিদেশ থেকে যে কোনো পেমেন্ট মেথড থেকে অংশগ্রহণ করতে পারেন নিচের লিংকে ক্লিক করে:
https://donation.assunnahfoundation.org/
এছাড়াও সাধারণ পদ্ধতিতেও অংশগ্রহণ করতে পারেন:
বিকাশ পার্সোনাল: 01756400541, বিকাশ মার্চেন্ট: 0131230978 (পারসোনাল বিকাশ থেকে Payment সিলেক্ট করে পাঠাতে হবে) রকেট: 01756400541, নগদ: 01756400541
ব্যাংক একাউন্ট: ACCOUNT NAME: AS SUNNAH FOUNDATION
SAVINGS ACCOUNT NO. 20502920202959613
ISLAMI BANK BANGLADESH,
KANCHPUR BRANCH. NARAYAN GANJ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ