শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ছাড় দেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের পরিস্থিতির কথা বিবেচনা করে শিক্ষার্থীদের টিউশন ফি কমানোর চিন্তা-ভাবনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে সবার জন্য নয়, শুধু আর্থিক সংকটে থাকা অভিভাবকদের সন্তানদের জন্য এ সুবিধা দেয়া হবে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ঢালাওভাবে কোনো নির্দেশনা নয়, বরং বাছাই করাদের এ সুবিধা দেয়া হবে। বিশেষ করে করোনার কারণে যে সব অভিভাবক আর্থিক সংকটে পড়েছেন, তাদের সন্তানদের টিউশন ফি আদায়ে কিছুটা ছাড় দিতে নির্দেশ দেয়া হবে।

রাজধানী ঢাকাসহ জেলা শহরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি সংক্রান্ত বিষয়ে জটিলতার সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি বলেন, এমন প্রতিষ্ঠান আছে প্রায় ২০ শতাংশ। সেখানে অনেক শিক্ষার্থী টিউশন ফি দিতে পারছে না। তাদের বিষয়টি বিবেচনা করে এ সংক্রান্ত একটি নির্দেশনা তৈরির কাজ শুরু করা হয়েছে এবং চলতি মাসেই এটি জারি করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বেসরকারি নামি-দামি শিক্ষাপ্রতিষ্ঠানে চাপ সৃষ্টির মাধ্যমে টিউশন ফি আদায় করা হচ্ছে। অনলাইন পরীক্ষা নেয়ার কথা বলে টাকা পরিশোধ করতে বাধ্য করছে। যদি কেউ পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলেও হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিভাবক ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, করোনার কারণে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের দাবি জানিয়ে আসছি। আর্থিক সমস্যা থাকায় অনেকে ফি দিতে পারছেন না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নানাভাবে চাপ সৃষ্টির মাধ্যমে বাড়তি ফি আদায় করার চেষ্টা করছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ