শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী 'এসো অবদান রাখি' কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: হেরার পথে ফাউন্ডেশনের ৭১ দিনব্যাপী ‘এসো অবদান রাখি’ মানবিক সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২০ জন এতীম-অনাথ, অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশুদের খাবার ও মাস্ক বিতরনের মধ্যে দিয়ে শুরু হয় এর কার্যক্রম।

গতকাল বৃহস্পতিবার (১৫ ই অক্টোবর) সন্ধার পর এর শুভ উদ্বোধন হয় রাজধানীর মিরপুর-৬ হেরার পথে ফাউন্ডেশন এর অফিসে। এতে উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. মালেক।

আরও উপস্থিত ছিলেন হেরার পথে ফাউন্ডেশনের যুবক, রাহবার কাফেলার সভাপতি এ. এন. আতিকুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দীন বাবুল, কোষাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যগন।

উদ্বোধনপূর্ব বক্তব্যে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ বলেন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের প্রতিফলে ৭১ দিনব্যাপী অভাবী-দুস্থ ও সুবিধা বঞ্চিত সকল শ্রেণি, ধর্মের মানুষের মাঝে আমরা সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করে যাবো।

তিনি বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যয়ে সুবিধা বঞ্চিত দুঃখী শ্রেণির সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করণে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় প্রতিদিন অভাবী ও সুবিধা বঞ্চিত ১০০ জনকে মাত্র ১০ টাকায় সুস্বাদু খাবার বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম. এ. মালেক বলেন, সমাজের যারা বিত্তবান, তাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে অসহায় ও গরীবদের পাশে দাঁড়ানো। হেরার পথে ফাউন্ডেশন সেই দায়বদ্ধতার কাজটিই করে যাচ্ছে ও যাবে ইনশাআল্লাহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ