শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি নিজের হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

খাগড়াছড়িতে আল্লামা আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি থেকে>

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আল্লামা আহমদ শফী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৫ অক্টোবর) দুপুর ২টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, শতবর্ষী আল্লামা আহমদ শফী রহ. অমৃত্যু মহানবী সা. এর হাদিসের খেদমত করে গেছেন। গত ৫০ বছরে দেশে এত বড় আল্লাহর ওলী জন্মগ্রহণ করেন নাই। সর্ববৃহৎ জানাজা প্রমাণ করে তিনি কত বড় আল্লাহর ওলী ছিলেন।

প্রধান বক্তা নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি কুতুবুদ্দিন নানুপুরী বলেন, আল্লামা আহমদ শফী ছাত্রজীবনে প্রখর মেধা ও সত্যবাদী ছিলেন। তার ২২ বৎসর তৎকালীন ভারতের শীর্ষ আলেম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ.তার সততা-দক্ষতা ও তাকওয়া দেখে খিলাফত প্রদান করেন। তিনি আমাদের জন্য শুধু একজন অভিভাবক নয়, আমাদের জন্য বড় মাপের একজন আদর্শবান অভিভাবক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া বাবুনগরের মুহাদ্দিস মাওলানা মুফতি মীর হোসেন, শানে সাহাবা কাউন্সিলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, খাগড়াছড়ি কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর ও পুরাতন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী কাসেমী।

সভায় বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা মুফতি রবিউল ইসলাম শামিম, মাওলানা আব্দুল হক, মাওলানা ফরিদ, মাওলানা আব্দুর রহমান মাওলানা জামাল হাসান জামিল, মাওলানা হাফেজ ফজলুল হক, মুফতি শামীম হোসেন ফারুকী, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা নুরুল কবির আরমান,মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, হাফেজ ওমর ফারুক, মাওলানা হাফেজ আব্দুল মালেক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মুফতি মহিউদ্দিন, মাওলানা মোবিনুল ইসলাম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা মহিউদ্দিন সুরুজ।

পরিশেষে আল্লামা আহমদ শফীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ