শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি নিজের হাতে আইন তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাতে মুফতি তাকি উসমানীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তান জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত সম্পর্কে মুফতি তাকি উসমানী বলেন, এই হত্যাকাণ্ড গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে হবে।

এক টুইট বার্তায় তিনি বলেন, মাওলানা ড. মুহাম্মদ আদিল খানের শাহাদাত অত্যন্ত মর্মান্তিক জাতীয় ট্রাজেডি। জালেমরা আমাদের এমন ব্যক্তি থেকে বঞ্চিত করেছে যার থেকে আশা ছিল। তিনি সাহাবায়ে কেরামের সম্মানের হেফাজতে কাজ করেছেন। অন্যদিকে তিনি নীতিগতভাবে জাতীয় ঐক্যের চেষ্টা করেছেন। আল্লাহ তায়ালা তার উপর রহমত জারি রাখুক।

মুফতি তাকি উসমানী টুইটে বলেন, এই হত্যাকাণ্ড দেশে অশান্তি ও গৃহযুদ্ধের আগুন জ্বালানোর ষড়যন্ত্র। আমাদের সকলের কর্তব্য, ধৈর্য ও বুদ্ধি দিয়ে এই ষড়যন্ত্রকে ব্যর্থ করা। এবং সরকারের কর্তব্য অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সম্ভাব্য গৃহযুদ্ধের আগুন নেভানো।

উল্লেখ্য, জামিয়া ফারুকিয়া করাচির প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রহ. এর ছেলে মাওলানা ডক্টর আদিল খান শনিবার সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। আজ রোববার জামিয়া ফারুকিয়ায় তার ও তার চালক মকসুদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ