শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে কাজ করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভ্যাকসিন উৎপাদনকারী দেশ হিসেবে ভারত কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নতুন হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুলশান ইন্ডিয়ান হাউজে মিডিয়াকর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাতে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা করোনা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশের সঙ্গে একযোগে ভ্যাকসিন নিয়ে কাজ করার বিষয়টি আমরা নিশ্চিত করছি। ভারতে শিগগিরই ভ্যাকসিন ট্রায়াল শুরু হচ্ছে। বাংলাদেশ সরকার অনুমতি দিলে এখানেও ট্রায়াল করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনা ভাইরাস অপ্রত্যাশিত রোগ। এর ব্যাপকতা এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে খুব শিগগিরই ভ্যাকসিন আসছে। আমরা ভ্যাকসিন উৎপাদনকারী হিসেবে কাজ করছি। বাংলাদেশ ভারত অংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারব বলে আশা করছি এবং এক সঙ্গে মূল্য নির্ধারণ করতে পারব।’

সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এই হাইকমিশনার বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধে পর্যবেক্ষণ বাড়ানো হবে। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সবগুলো ইস্যু নিয়ে কাজ করব। সবার আগে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে কাজ করব।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ