শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার ‘উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব’ নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সুকুক বিষয়ক ওয়ার্কশপের সমাপনী পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও ইন্টারন্যাশনাল শরীয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স (ইসরা), মালয়েশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনলাইনে জুম প্লাটফর্মে ‘ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

এ পর্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। আন্তর্জাতিক অতিথি ও বক্তা ছিলেন ইসরা, মালয়েশিয়ার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন বিভাগের পরিচালক ড. সাঈদ বোহরাওয়া এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শাহ্ আব্দুল হান্নান, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহা. ফরীদ উদ্দীন আহমাদ ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী।

চার দিনব্যাপী এ ওয়ার্কশপে মার্কেট লিডার হিসেবে আলোচনা করেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহা. মাহবুব-উল-আলম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মুহা. আলী এবং ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মুহা. সালেহ্।

ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আলোচনা পেশ করেন ইসরা (মালয়েশিয়া)-এর গবেষক মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহা. আব্দুল আউয়াল সরকার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উপ-পরিচালক শেখ মুহা. লুৎফুল কবীর, বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মুহা. গোলজারে নবী, বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার ড. এম. মহাব্বত হোসাইন এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহা. আবদুল্লাহ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, সরকার সুকুক তথা ইসলামিক বন্ড চালু করতে যাচ্ছে। এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ। সুকুক প্রবর্তন বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডে ব্যাপক অবদান রাখবে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক অর্থসচিব আরাস্তু খান এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল জনাব মুহা. আবদুল্লাহ শরীফ।

সভাপতির বক্তব্যে জনাব আরাস্তু খান বলেন, সুকুক বাংলাদেশের জনগণের কাছে একটি নতুন প্রডাক্ট। তবে সরকার কর্তৃক প্রবর্তিত হলে এটি তাদের আস্থা অর্জন করতে সক্ষম হবে। আমরা এ দেশে প্রডাক্টটির সাফল্য কামনা করি।

ওয়ার্কশপটি স্পনসর করে- ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ব্যাংক এশিয়া ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ