সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

মাদরাসার পরিস্থিতি শান্ত: হাটহাজারী মাদরাসার শীর্ষ শিক্ষকবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বর্তমান পরিস্থিতি শান্ত ও সুশৃঙ্খল বলে জানিয়েছেন মাদরাসার শীর্ষ শিক্ষকরা। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো শীর্ষ শিক্ষকদের স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে তারা জানান, বর্তমানে দারুল উলূম হাটহাজারী মাদরাসার অবস্থা খুবই ভালো। নিয়মিত ক্লাস চলছে। আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমীয়া’র পরীক্ষাও সুন্দরভাবে চলছে। কোনো সমস্যা নেই। মাদরাসার শিক্ষকগণ, ছাত্ররা এবং এলাকাবাসীরা খুবই সন্তুষ্ট।

বিবৃতিতে তারা বলেন, ছাত্র আন্দোলনে মাদরাসার কোনো উস্তাদ এবং বাইরের কোনো সংগঠন ও ব্যক্তির উস্কানি বা সম্পৃক্ততা ছিলো না। আল্লামা শাহ আহমদ শফি রহ. এর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা নির্জলা মিথ্যাচার বৈ কিছুই নয়।

হজরত আল্লামা শাহ আহমদ শফি রহ. স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় হাটহাজারী মাদরাসা শুরা কমিটির হাতে সোপর্দ করে গেছেন এবং হযরতের ইন্তেকাল স্বাভাবিকভাবে হয়েছে। হজরতের ইন্তেকালে আমরা অত্যন্ত মর্মাহত ও শোকাহত।

বিবৃতিতে যাদের সাক্ষর রয়েছে- আল্লামা মুফতি আজম আব্দুস সালাম চাটগামী, পরিচলানা কমিটির প্রধান, আল্লামা মুফতি নূর আহমদ, সদস্য মজলিসে ইলমী, আল্লামা শেখ আহমদ, সদস্য পরিচালনা কমিটি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খুল হাদীস ও শিক্ষা সচিব , আল্লামা হাফেয শোয়াইব, সহকারী শিক্ষা সচিব, মাওলানা ইয়াহইয়া, সদস্য পরিচালনা কমিটি, মাওলানা ওমর মেখলী, সদস্য মজলিসে ইলমী, মাওলানা মুফতি জসীম উদ্দীন প্রধান নাজেমে দারুল ইকামা , মাওলানা কবীর আহমদ সদস্য দারুল ইকামা , মাওলানা আশরাফ আলী নেজামপুরী সদস্য দারুল ইকামা, মাওলানা হাফেয আহমদ দিদার কাসেমী সিনিয়র শিক্ষক , মাওলানা ফোরকান আহমদ সদস্য দারুল ইকামা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ