শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

মাসিক নকীব-এর সাহিত্য প্রতিযোগিতা ২০২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ‘সাহিত্য প্রতিযোগিতা ২০২০’ এর আয়োজন করেছে। লিখিয়ে বন্ধুরা নিচের বিভাগগুলোতে লেখা পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। লুফে নিতো পারো আকর্ষণীয় সব পুরস্কার

ছড়া-কবিতা
ছড়ার বিষয়: ১. প্রিয় রাসূল
২. প্রিয় বাংলাদেশ
৩. আমার জীবনের স্বপ্ন
এ তিনটি বিষয়ের যে কোন একটি বিষয়ে লিখতে হবে।

নিয়ম: ছন্দ-মাত্রা ও অন্তমিল ঠিক রাখতে হবে এবং বানান নির্ভুল হতে হবে।
-স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ বা অক্ষরবৃত্ত ছন্দে লিখতে হবে।
-১২-১৬ লাইনের মধ্যে হতে হবে।
-অন্য কোনও ছড়াকারের ছড়া, হুবহু নকল, আংশিক নকল বা প্যারোডি করা যাবে না।
-দেশসেরা তিনজন ছড়াকার বিচারক হিসেবে থাকবেন, তাদের রায় বা বিচারই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

রচনা প্রতিযোগিতা
রচনার বিষয়: ১. উত্তম আর্দশের আধার শিশু মুহাম্মাদ সা.
২. আমাদের স্বাধীনতা

গল্প প্রতিযোগিতা-
গল্পের বিষয়:- উম্মুক্ত। যে কোন বিষয়ে গল্প লেখা যাবে

রচনা ও গল্পের নিয়ম: -রচনা এবং গল্পের শব্দ সংখ্যা হতে পারবে সর্বোচ্চ ১০০০ (এক হাজার)।
-গল্পের বিষয় বস্তু মৌলিক হতে হবে।
-রচনা এবং গল্পের ভাষা প্রমিত বাংলা হতে হবে।
-রচনা এবং গল্পের ভাষা ব্যাকরণ ঠিক রাখতে হবে এবং বানান নির্ভুল হতে হবে।
-অন্য কোন লেখকের লেখা হুবহু নকল, আংশিক নকল বা প্যারোডি করা যাবে না।
-দেশ সেরা তিনজন গল্পকার বিচারক হিসেবে থাকবেন, তাদের রায় বা বিচারই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ছড়া, রচনা ও গল্প যেভাবে পাঠাতে হবে: ছড়া, রচনা ও গল্প কম্পোজ করে যে কোনো ফন্টে নকীবের প্রতিযোগিতার জন্য নির্ধারিত মেইলে দিতে হবে।

লিখিত ছড়া, রচনা ও গল্প অবশ্যই আগামী ১০ নভেম্বর ২০২০ এর মধ্যে মেইল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনও লেখা গ্রহণ করা হবে না।

প্রতিযোগিতায় নকীব পরিবার ও নকীব পরিবারের সাথে সংশ্লিষ্ট কেউ অংশ নিতে পারবে না। একজন প্রতিযোগী যে কোন একটি বিষয়ে অংশ নিতে পারবে।

পুরস্কার: ১ম পুরস্কার ৫০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।
২য় পুরস্কার ৩০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।
৩য় পুরস্কার ২০০০টাকা, ক্রেস্ট ও শুভেচ্ছাসনদ।

যোগাযোগ : 01918318401-01728891035


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ