বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

প্রশ্নফাঁস প্রতিরোধে এবারও সতর্ক হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ প্রশ্নফাঁস রোধে সতর্ক রয়েছে। একহাতে প্রশ্ন করা, তথ্য প্রযুক্তির সহযোগিতা নেয়া ও বিশ্বস্ত লোকদের হাতে দায়িত্ব দেয়াসহ নানা উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

জানা যায়, হাইয়াতুল উলইয়ার নিয়ম ছিলো, প্রশ্নপত্র তৈরির কাজটি করবেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসমাইল। চূড়ান্তভাবে দেখে অনুমোদন করবেন সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ.। তবে কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী রহ. এর ইন্তেকালের পর ভারপ্রাপ্ত দায়িত্ব পান মাওলানা আবদুল কুদ্দুস। তার ব্যাপারে আছে নানা অভিযোগ। তাই এ বছর প্রশ্ন তৈরি ও চূড়ান্ত অনুমোদনের কাজ এককভাবে করবেন হাইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ইসলাঈল। পূর্ণ সতর্কতার সঙ্গে তিনি কাজ করছেন বলে একটি বিশ্বস্ত সূত্র আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

হাইয়াতুল উলইয়ার একজন সদস্য বলেন, প্রশ্নফাঁস রোধে পরীক্ষার কিছু সময় আগে প্রত্যেক পরীক্ষার হলে ‘প্রশ্নপত্র’ পাঠিয়ে দেয়া হবে। দেশের প্রতিটি পরীক্ষা হলে প্রিন্টারের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

হাইয়ার আরও একজন সদস্য জানান, গতবারের মতো এবারও প্রশ্নপ্রত্র হলের নেগরানদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হবে। কিংবা থাকবে বিকল্প ব্যবস্থা।

গতবছর পরীক্ষার্থীরা প্রশ্ন নির্ধারিত সময়ে পেয়েছে। এবারও হাইয়ার প্রতিনিধি দল প্রতিটি কেন্দ্রে গিয়ে বিকল্প কারেন্ট, প্রিন্টার এবং ফটোকপি মেশিনের বিষয়টি নিশ্চিত করবে।

জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস রোধে মুরুব্বিরা পূর্ণ সতর্ক আছেন। তাই এবছর প্রশ্নফাঁসের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেই আশা করা হচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ