মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

চাঁদ-তারার আদলে তুরস্কের দৃষ্টিনন্দন মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে অর্ধচন্দ্র ও তারার আদলে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। দেশটির সেন্ট্রাল সিভাস প্রদেশে মসজিদটির নাম ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ।

মসজিদের ভেতরে সাড়ে তিন হাজার এবং প্রাঙ্গণে চার হাজার ৯ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবে। ২০১৭ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়।

এটিই তুরস্কের জাতীয় পতাকাসদৃশ প্রথম মসজিদ। ব্যতিক্রমধর্মী ইয়ুকারে তেখে আয়ে ইলদেজ মসজিদের অলংকরণের কাজ করেছে একদল নারী যারা সিভাসের একটি পাবলিক কোর্সে অংশ নিয়েছিল।

সূত্র : ডেইলি সাবাহ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ