সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

মুন্সিগঞ্জে আলেমদের উদ্যোগে স্মারকে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা ইসহাক ফরিদী র. এর সংগঠন ‘হেফাযতে মুসলিমিন পরিষদ গজারিয়া’র ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ওলামা তলাবা পরিচিতি স্মারক’ প্রকাশ করছে সংগঠনটি।

সংগঠনের বর্তমান সভাপতি মুফতী নূরুল আলম ইসহাকী এবং সাধারণ সম্পাদক মুফতী হুমায়ুন সাইদ ইসহাকী জানান, ২০০১ সালে শহীদ আল্লামা ইসহাক ফরিদী র. চৌধুরী পাড়া মাদরাসায় পড়ুয়া তৎকালিন ছাত্র মাওলানা হুসাইন আহমদ ইসহাকী, মাওলানা নুর আলম, মুফতী শরফুদ্দীন আওলাদ, মাওলানা তােফায়েল আহমদ খানসহ অন্যান্যদের ডেকে নিজ এলাকার মানুষের সার্বিক সহযােগিতা করার লক্ষে একটি সংগঠনের সূচনা করেন। তার নাম করণ করেন হেফাযতে মুসলিমীন পরিষদ গজারিয়া।

সাংগঠনিক রূপে গজারিয়ার মানুষকে কুফর, শিরক, বিদআত ও কুসংস্কার থেকে মুক্ত করাসহ আরাে হাজারাে স্বপ্ন বুনতে বুনতে এই মহা মনীষি রফীকে আ’লার ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়ে যান ২০০৫ ইং সালে। তার রেখে যাওয়া ইখলাস পূর্ণ স্বপ্নগুলােকে গজারিয়ার ওলামা তলাবারা আমানত হিসেবে গ্রহন করে। এবং সেগুলাে বাস্তবায়নের লক্ষে গজারিয়ার সকল ওলামা তলাবা এক হয়ে আজ অবধি চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক প্রকাশের কাজ হাতে নিয়েছে সংগঠনটি।

স্মারকে যা থাকছে: ১. আল্লামা ইসহাক ফরিদী র. এবং মাওলানা আশরাফ আলী র. এর সংক্ষিপ্ত জীবনী। ২. গজারিয়ার সকল হাফেয, আলেম এবং কাফিয়ার উপর পড়ুয়া ছাত্রদের বর্তমান পূর্ণাঙ্গ পরিচিতি। ৩. দেশ বরেণ্য লেখক আলেমদের বিশেষ প্রবন্ধ। ৪. উপজেলার কওমী ও আলিয়া মাদরাসা সমূহের তালিকা। ৫. গ্রাম ভিত্তিক মসজিদ সমূহের পরিসংখ্যান। ৬. এক নজরে গজারিয়া উপজেলা। ৭. সাংগঠিনিক অবদান , ভবিষ্যত পরিকল্পনা এবং তার বর্তমান রূপসহ আরো অনেক কিছু।

সার্বিক যোগাযোগ: মাওলানা সাইফুল ইসলাম, ০১৩০৪৭৩৮৫২৭ ০১৮২৭৬১৫৮৮৯।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ