শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল

‘আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনে (দুদকে) পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নিষ্ঠাবান, দক্ষ ও সফল দাবি করেছেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে  অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

সেখানে থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য দিয়েছেন আবুল কালাম আজাদ। নিজের প্রশংসা করে তিনি বলেন, আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা। তারপরও দায়িত্বে থাকাকালে আমার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার হয়েছে।

‘এক পর্যায়ে বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করেছি। কারণ আমার কাছে পদ নয়, সম্মানটাই বড়। আমি দায়িত্বে থাকা অবস্থায় স্বাস্থ্যখাতে কিছু দুর্নীতি হয়েছে। দুদক সেসব বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাদেরকে জানিয়েছি। এরপরও যখন এ ব্যাপারে তারা সাহায্য চাইবে, আমি প্রস্তুত আছি। আমি চাই, দুর্নীতির বিচার হোক।’

দুদক সূত্রে জানা গেছে, দুই বিষয়ে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে করোনাকালীন দুঃসময়ে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় তার পরোক্ষ ‘সম্মতি’ সম্পর্কে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হলো, এই দুর্নীতি সম্পর্কে জেনেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেননি। আগামীকাল বৃহস্পতিবারও তাকে দুদকে ডাকা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ