সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

দিনাজপুরে করোনায় আক্রান্ত মহিলা ভাইস চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ২৪ জন। এনিয়ে দিনাজপুরে মোট করোনা রোগী হলো ১৪৮১ জন। তবে গত ২৪ ঘণ্টায় ৩০ জন সুস্থসহ জেলায় মোট সুস্থ হয়েছেন ৯১৭ জন।

আক্রান্ত ৪৪ জনের মধ্যে দিনাজপুর সদরে ১৩ জন, বিরামপুরে ১২ জন, কাহারোলে তিন জন, ফুলবাড়ীতে এক জনের মৃত্যুসহ দুই জন, বিরলে এক জন, নবাবগঞ্জে চার জন, পার্বতীপুরে চার জন, হাকিমপুরে চার জন ও বীরগঞ্জে এক জন।

এদিকে, জেলায় করোনায় আক্রান্ত ১৪৮১ জনের মধ্যে ৯১৭ জন সুস্থ ও ৩৪ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩০ জন।

বর্তমানে হোম আইসোলেশনে ৪৯৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, সোমবার দিবাগত রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৬৩ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৪ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ, আর ২টি ফলোআপ পজিটিভ এবং বাকী ১১৭টি নেগেটিভ এসেছে।

এ পর্যন্ত ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১০২৮৯ টি আর ফলাফল এসেছে ১০০৫২ নমুনার। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর থেকে প্রেরিত নমুনা সংগ্রহ ১৭২টি। গত ২৪ ঘণ্টায় নতুন করে দিনাজপুর জেলায় ১৭৪ জন হোম কোয়ারেন্টাইন গ্রহণ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ