সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এ পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের।
গত ১৪ জুলাই বেফাকের খাস কমিটির জরুরি বৈঠকে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সেদিনই বিশেষ রেজুলেশনের মাধ্যমে পরীক্ষা বিভাগের সাময়িক দায়িত্ব পান মাওলানা মুহাম্মদ যুবায়ের।

অবশ্য তিনি আগ থেকেই বেফাকের সহকারী মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। খাস কমিটি তাকে অতিরিক্ত কাজ হিসাবে সাময়িক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। জানা গেছে, সাময়িক দায়িত্বে পাওয়া মাওলানা মুহাম্মদ যুবায়ের কামরাঙ্গীরচর জামিয়া আনওয়ারুল ইসলাম মাদরাসার শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সকল কওমি মাদরাসাকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করার লক্ষ নিয়ে ১৯৭৮ সালে “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” বা “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড” (বেফাক) প্রতিষ্ঠা লাভ করেছিলো

এতে এ পর্যন্ত প্রায় আটজন বিজ্ঞ উলামায়ে কেরাম বেফাকের এ অফিসিয়াল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তারা হলেন, আল্লামা আশরাফ আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৭৯-১৯৮১ ও ১৯৮৮ ইং), আল্লামা নূর হোসাইন কাসেমী (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮২-১৯৮৫ ইং), হযরত মাওলানা কুতুবুদ্দীন রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৬-১৯৮৯ ইং), মাওলানা আতাউর রহমান খান রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৭ ইং), মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯০-১৯৯১ ইং), মাওলানা মুহাম্মদ ইসমাঈল বরিশালী দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯২-২০১২ ইং), মাওলানা সুলাইমান ইবনে আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৩ ইং), মাওলানা আবু ইউসুফ, (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৪-২০২০ ইং)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ