শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কোরবানি বন্ধের ঘোষণা বাতিল করল জাপান গার্ডেন সিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: অবশেষে কোরবানি বন্ধের ঘোষণা থেকে ফিরে এসেছে মোহাম্মদপুর আবাসিক এলাকার ‘জাপান গার্ডেন সিটি’ কর্তৃপক্ষ। সেখানে এবারের কোরবানি ও ঈদের নামাজ স্বাস্থ্যবিধি মেনে আদায় করা যাবে। এ মর্মে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারী করেছে জাপান গার্ডেন সিটি।

গত ২২ জুলাই ‘জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি’র প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।তাতে বলা হয়েছে,  জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে কোরবানি বিষয়ক একটি ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছেন তারা। সে কমিটি কোরবানিদাতাদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন পরামর্শ দিবে। যার অন্যতম- কোরবানির পশু রাখার স্থান নির্ধারন, পশু জবেহ করা ও কোরবানি শেষে সকল বর্জ্য দ্রুততার সাথে অপসারন করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোরবানি বিষয়টির সহযোগিতার জন্য আমরা স্থানীয় কমিশনার, স্থানীয় প্রশাসন ও বিখ্যাত আলেমদের অবহিত করেছি। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারো জাপান গার্ডেন সিটির অভ্যন্তরে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি অনুষ্ঠিত হবে ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের মসজিদে ঈদুল আজহার নামাজও আদায় করা হবে ইনশাআল্লাহ।

এর আগে গত ৫ জুলাই করোনার কারণে কোরবানি বন্ধের ঘোষণা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। এরপর ১০ জুলাই আওয়ার ইসলামে এবিষয়ে একটি নিউজ প্রকাশ করে। পরে এটি বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিতে আসে।তখন জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধীতা করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ইসলামী স্কলাররা।

তারপর গত ১৯ জুলাই রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট মালিক সমিতি ও হাউজিং সোসাইটিতে কোরবানির পশু সংরক্ষণ ও জবাই করার সুযোগ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটটি করেন জাপান গার্ডেন সিটির বাসিন্দা মুহা. আব্দুল্লাহ আল মামুনের পক্ষের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওমর শরীফ।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ