মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

এন্ডোসকপি করালে ওজু ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এন্ডোসকপি নামক একটি মেডিকেল টেষ্ট আছে, যার দ্বারা মুখের ভিতর দিয়ে পাইপ পেটে প্রবেশ করানো হয়, এখন প্রশ্নহল, এন্ডোসকপি করানোর দ্বারা কি রোগীটির অজু ভেঙ্গে যাবে?

উত্তর: হ্যাঁ, এন্ডোসকপি করানোর দ্বারা রোগীটির অজু ভেঙ্গে যাবে। কারণএন্ডোসকপির পাইপটি পাকস্থলি পর্যন্ত পৌঁছে। আর পাকস্থলি হল নাপাকের স্থান।

তাই এন্ডোসকপির পাইপটি বের করার সময় যদিও তা পরিস্কার দেখা যায়, কিন্তু তাতে নাপাক থাকা অস্বাভিক নয়। তাই অজু ভেঙ্গে গেছে বলেই ধর্তব্য হবে।

وَكَذَلِكَ خُرُوجُ الْوَلَدِ، وَالدُّودَةِ، وَالْحَصَا، وَاللَّحْمِ، وَعُودِ الْحُقْنَةِ بَعْدَ غَيْبُوبَتِهَا؛ لِأَنَّ هَذِهِ الْأَشْيَاءَ.وَإِنْ كَانَتْ طَاهِرَةٌ فِي أَنْفُسِهَا لَكِنَّهَا لَا تَخْلُو عَنْ قَلِيلِ نَجَسٍ يَخْرُجُ مَعَهَا، (بدائع الصنائع-1-35

সূত্র: আহলে হক মিডিয়া।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ