শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

করোনা ভাইরাস পরিস্থিতিতে রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

ইসলামে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য নানা ধরনের উপায় ব্যবহার করেছে। কোনো কারণবশত নিরুপায় হলে হারাম ভক্ষণ এর অনুমতি রয়েছে। মহামারী রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই রোগে আক্রান্ত এলাকা থেকে দূরে থাকতে হবে।

আমরা নিজেদের জীবন বাঁচাতে অনেক সময় অনেক কিছু করি অথচ রোগে আক্রান্ত এলাকার মানুষ যেখানে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে মারা যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে থাকবো না কেন। এই মর্মে একটি হাদিস।

আবূ মূসা আশআরী রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফিতনার সময় মানুষের নিরাপত্তার উপায় তার স্বগৃহে অবস্থান। (দাইলামী, সঃ জামে’৩৬৪৯ নং)

উট ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। আমরা দেখি হাঁস মুরগির যদি ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় তাকে আমরা দল থেকে আলাদা রাখি ।যাতে অন্য গুলো আক্রান্ত না হয়।তাই আমাদের করণীয় হচ্ছে আক্রান্ত এলাকা ও মানুষ থেকে দূরে অবস্থান করতে হবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, অসুস্থকে সুস্থের মধ্যে নেয়া হবে না (রুগ্ন উট সুস্থ উটের কাছে নেবে না)। (বুখারী, আস-সহীহ ৫/২১৭৭; মুসলিম, আস-সহীহ ৪/১৭৪২-১৭৪৩)আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মধ্য নিক্ষেপ করোনা।সূরা বাকারা-১৯৫

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে আমাদের এয়ারপোর্টে নজরদারি বাড়ানো হোক।যারা বিদেশ থেকে এসেছেন তারা কিছু দিন গৃহে অবস্থান করোন। এবং কি রোগের প্রকোপ দেখা দিলে চিকিৎসা নিন। আপনাদের উদ্দেশ্যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস তুলে ধরলাম করোনা ভাইরাস পরিস্থিতিতে আমাদের করনীয় উসামা ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোন ভূখণ্ডে প্লেগ মহামারী ছড়িয়ে পড়তে শুনবে, তখন সেখানে প্রবেশ করো না। আর তা ছড়িয়ে পড়েছে এমন ভূখণ্ডে তোমরা যদি থাক, তাহলে সেখান থেকে বের হয়ো না। সহিহ বুখারি ৩৪৭৩, ৫৭২৮, ৬৯০৪।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ