মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর মেহেদীবাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।

জানা যায়, তিনি বার্দ্ধক্যজনিত কারণে দীর্ঘ দিন শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান।

আজ বাদ যোহর মেহেদীবাগ কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়ী পটিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।

খেলাফত মজলিসের শোক প্রকাশ: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবি চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রদত্ত এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম এডভোকেট আহমদ ছগীর দীন প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি ইসলামী সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃদ্বয় মরহুম এডভোকেট আহমদ ছগীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি এডভোকেট আহমদ ছগীরের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগনরী সভাপতি অধ্যাপক মাওলানা এ এস এম খুরশীদ আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সিদ্দিক, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতি সিহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা আহমেদুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ